বাঁশখালীতে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
-
-
|

ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এতে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।
গুঁড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো— মেসার্স এমবিএম-০১ ব্রিকস, মেসার্স এমবিএম-০২ ব্রিকস ও মেসার্স খাজা আজমির ব্রিকস।
ইউএনও জামশেদুল আলম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লঙ্ঘনের কারণে এ অভিযান চালিয়ে দণ্ড দেওয়া হয়েছে। পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে।’
অভিযানে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মণ্ডল অপু, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিরাপত্তার জন্য পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরাও অংশ নেন।’