মাগুরার শিশুটির মামলার তদন্ত দ্রুত শেষ করা হবে: আইজিপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর মামলাটির তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলের পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বলয়, প্রস্তুত ইফতার মাঠ ও পরিদর্শন স্থানরোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা বলয়, প্রস্তুত ইফতার মাঠ ও পরিদর্শন স্থান

আইজিপি বাহারুল আলম বলেন, শিশুটির মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে। এরপর দোষীদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ করলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।