কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আ.লীগ নেতা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত আক্রান্ত হলে তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে তাকে আসিইউতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তার এনজিওগ্রাম করা জরুরি। তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এনজিওগ্রামের সুযোগ না থাকায়, তাকে খুলনার যেকোনো হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে প্রণব ঘোষ বাবলুর পরিবার ও স্বজনরা জানান, খুলনার সরকারি আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও এনজিওগ্রামের সুবিধা নেই। ফলে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত তাকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসক ডা. কল্যাণাশীষ সরদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

প্রণব কুমার ঘোষের স্ত্রী সুতপা রাহা টুম্পা বলেন, আমার স্বামী গুরুতর অসুস্থ। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রামের পরামর্শ দিয়েছেন, কিন্তু আমরা কোথায় যাবো? আমরা চাই, তাকে অবিলম্বে এমন হাসপাতালে নেওয়া হোক, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা সম্ভব। মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা কারাগারের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা না পেলে প্রণব ঘোষ বাবলুর শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হতে পারে।