হালুয়াঘাটে ভারতীয় জিরা-সাবান জব্দ
-
-
|

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাটে যৌথ বাহিনীর অভিযানে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ২ হাজার ১ শত পিস সাবান জব্দ করা হয়েছে।
রোববার (৯ মার্চ) মধ্যরাতে উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন এসব পণ্য জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলার পশ্চিম কালিয়ানিকান্দা এলাকায় মৃত আলাল উদ্দিনের ছেলে মেঘরাজের বাড়িতে ভারত থেকে নিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় জিরা মজুদ করে রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে
রবিবার হালুয়াঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ট্রান্সফোর্স অভিযানে গেলে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন।
এ সময় অভিযান চালিয়ে ৩০ কেজি করে ১৫৪ বস্তা ভারতীয় জিরা ও ৩টি বস্তায় প্রায় ২হাজার ১ শত পিস ভারতীয় সাবান জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ‘খবর পেয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ১৫৪ বস্তা জিরার মধ্যে কয়েকবস্থা উন্মুক্ত অবস্থায় রয়েছে।
চোরাকারবারিরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনূর খান বলেন, ‘যার বাড়িতে পাওয়া গেছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।