স্থিতিশীল সবজির বাজার, দাম কমেছে পেঁয়াজের, বাড়তি আলু
-
-
|

ছবি: বার্তা২৪.কম
রমজান এলেই নির্দিষ্ট কিছু পণ্যের দাম হু হু করে বেড়ে উঠার অনিয়মই যেন পরিণত হয়েছিল নিয়মে, তবে ব্যতিক্রম এ বছর। বেগুন, লেবুসহ দু -একটা পণ্যের দাম বাড়লেও স্থিতিশীল আছে প্রায় অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে রাজধানীর ইব্রাহীমপুর ও কচুক্ষেত কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এ সময় সবজির মৌসুম শেষ হতে চললেও দাম ছিল হাতের নাগালেই। তবে অমৌসুমি সবজির দাম কিছুটা বাড়তি দেখা গেছে। এর মধ্যে আছে ঢেঁড়স, পটল, বরবটি। এগুলোর দাম ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়।
এদিন বিভিন্ন দোকান ঘুরে, ব্যবসায়ী ও ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতারিতে বহুল ব্যবহৃত লেবুর দাম কিছুটা কমে এসেছে , আবার বেগুনের দাম কিছুটা বাড়তি। স্থিতিশীল দেখা যায় ছোলা, বুট ও ডালের দাম।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা, বেগুন প্রকারভেদে ৬০-৮০ টাকা, ছোলা ১১০ টাকা, বুট ৯০ টাকা, খেসারি ডাল ১২০ টাকায়। এছাড়াও কিছুটা বেড়ে আলু ৩০ টাকা, পেঁয়াজ ৩৫-৪০ টাকা, নতুন রসুন ১০০, আমদানি রসুন ২৪০ টাকা, আদা ১২০ টাকায় বিক্রি করতে দেখা যায়।
সবজির বাজারে সাইজভেদে ফুলকপি ২৫-৩০ টাকা, বাঁধা কপি ৩০ টাকা, টমেটো ২৫-৩০ টাকা, কাঁচা পেঁপে ৪০ টাকা, গাজর ৩০ টাকা, করলা ৮০ টাকা, শসা ৫০-৬০ টাকা, শিম ৪০-৬০ টাকায়, পটল ১২০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, শিমের বিচি ১০০ টাকায়, মটরশুঁটি ১২০ টাকা, ধনিয়া পাতা ৮০-১০০ টাকায়, কাচা মরিচ ৮০ টাকায়, প্রতি পিস লাউ মাঝারি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আমিষ পণ্যে দাম কমেছে ডিম ও সোনালী মুরগীর। এদিন প্রতি কেজি ব্রয়লার ২০০ টাকা, সোনালী ৩০০ টাকা, গরু ৭৮০ টাকা, প্রতি ডজন মুরগীর ডিম লাল ১২০ টাকা, সাদা ডিম ১১৫ টাকায় বিক্রি করতে দেখা যায়।
সবজি বিক্রেতা জয়নাল হক বলেন, এইবার ত রমজানেও দাম বাড়ছে না। মনে হয় না আর বাড়বে। ঈদের পর সবজির দাম বাড়তে পারে। এখন ত আস্তে আস্তে সবজির মৌসুম শেষ হয়ে আসতেছে। মৌসুম শেষ হলে সবজি বাজারে কম আসবে, সেজন্য দাম বাড়বে এটাই স্বাভাবিক। আবার গত সপ্তাহের তুলনায় লেবুর দামও অনেক কমছে। মাঝারি সাইজের এই লেবু গত সপ্তাহেও বিক্রি করছি ৯০ থেকে ১০০ টাকায়। এখন বিক্রি করতেছি ৬০ টাকায়।
ছুটির দিনে বাজার করতে আসা রুবেল আহমেদের সঙ্গে কথা হয় এবারের রমজানে দ্রব্যমূল্য নিয়ে। এবারের রমজানে পণ্যের দাম নিয়ে সন্তুষ্ট কি না জানতে চাইলে তিনি বলেন, অন্যবছর ত যেভাবে রোজা আসলেই একলাফে সব কিছুর দাম বেড়ে যায় এবার সেটা হয় নাই, এটা ভাল। আবার লেবুর দাম প্রথমে কিছুটা বাড়লেও এখন কমে আসছে। সবজির দামও কমই আছে। তবে তেল নিয়ে এখনও সমস্যা চলতেছে। এটা সরকারের ঠিক করা প্রয়োজন।