সিলেটে বেশি দামে তেল বিক্রি, জরিমানা আদায়
-
-
|

ছবি: বার্তা২৪.কম
সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চাইতে সিলেটে ১০০ টাকা বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার দায়ে ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ নামক সয়াবিন কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) রাতে সিলেট মহানগরীর বিসিক শিল্পনগরী খাদিমনগর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.ওমর সানী আকন'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পরে সেনাবাহিনীর নির্দেশে পুলিশ ওই কোম্পানির মালিকসহ দুজনকে আটক করে নিয়ে যায়।
দণ্ডপ্রাপ্ত ও আটককৃত বদরুল ইসলাম (৭৫) মহানগরের মিরাবাজার এলাকার আটপাড়ার বাসিন্দা।
জানা যায়, বদরুল ইসলামের মালিকানাধীন ‘আর বি এডিবল ফুড প্রোডাক্ট’ কোম্পানি সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে ৭৫-১০০টাকা বেশি দামে বিক্রি করছিল। ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫২ টাকা থাকলেও ওই প্রতিষ্ঠানটি বিক্রি করছিল ৯২৫ থেকে ৯৫০ টাকায়। বিষয়টি অবগত হয়ে বুধবার রাতে জেলা প্রশাসন অভিযান চালিয়ে এ জরিমানা করে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো.ওমর সানী আকন বলেন, সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি না করে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই ব্যক্তি ভবিষ্যতে এমন কার্যকলাপ করবেন না বলে অঙ্গীকারও করেন।
আটকের বিষয়ে জানতে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি মিটিংয়ে আছেন বলে কল কেটে দেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো.নজরুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশের টিম।