রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ যুবক আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাঙামাটি শহরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে এক ইয়াবা ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

সোমবার (৩ মার্চ) রাতে রাঙামাটি শহরের তবলছড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ইয়াবা বিক্রির লক্ষ্যে এক মাদক কারবারি তবলছড়ি বাজারে অবস্থান করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে আমরা তবলছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে ইউছুপকে ৩২ পিছ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ইউছুপের বিরুদ্ধে এর আগেও কয়েকটি মামলা ছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।