সিলেটে ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ থানাধীন ৩নং ফুলবাড়ী ইউনিয়নের হিলালপুরস্থ সিলেট-টু-জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের আনন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে আব্দুল্লাহ আহমদ ও নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার রানিগাঁ (মাতায়ারা) গ্রামের মজনু মিয়ার ছেলে মো.ফয়সাল হাসান। এরমধ্যে আব্দুল্লাহ আহমদ বর্তমানে জালালাবাদ থানার পার্কভিউ আবাসিক এলাকার ১৪০নং বাসায় ও মো.ফয়সাল হাসান আখালিয়া এলাকায় বসবাস করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত আব্দুল্লাহ আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১ টি ডাকাতি, ১টি চুরি ও ১টি দস্যুতার মামলা রয়েছে। অপর আসামি ফয়সাল হাসানের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) এ ১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।