দিনব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ১৯

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযান পরিচালনা করে ১৯ জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ ও যৌথ বাহিনী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

বিজ্ঞাপন

মেহেদী হাসান বলেন, গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী আদাবর থানা পুলিশ ও যৌথ বাহিনী কর্তৃক অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১৯ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. ইব্রাহিম (২২), মুন্না (১৯), সজল (২০), আনোয়ার (১৮), আকাশ, নুরুজ্জামান (২০), মো. রওনাক, নয়ন (২২), মো. সাফি, মো. সাইম (২১), মো. রাসেল (১৯), রবিউল ইসলাম বাবু (২২), সজীব (২০), রবিন (২০), মো. সোহেল ওরফে মাউরা সোহেল (২৫), মো. আলাল হোসেন (১৮), মো. মালেক (২৮) আলামিন (২২)।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন ডাকাতির প্রস্তুতি মামলায়, ১ জন মাদক মামলায়, ১ জন ওয়ারেন্ট ভুক্ত, ১ জন রিমান্ডের এবং ১৪ জনকে ডিএমপি আধ্যাদেশে আদালতে প্রেরণ করা হয়েছে।