লামায় রিসোর্টে মদ্যপানে যুবকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বান্দবানের লামায় মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টে অতিরিক্ত মদ্যপানে নুরুল আলম (৩৩) নামে যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত ৬ টায় তার মৃত্যু হয়। সে লামা পৌরসভার লাইনঝিরি এলাকার মো. হারুনের ছেলে ও মিরিঞ্জা রয়েল রিসোর্টের মালিক রাসেলের গাড়ির ড্রাইভার।

বিজ্ঞাপন

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লামা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন মোহাম্মদ মুরাদ বলেন, ভোর রাতে নুরুল আলমকে তার বন্ধুরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানায় সে মদ পান করেছে। চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, মিরিঞ্জা রয়েল হিল রিসোর্টটিতে প্রায়ই মদ ও জুয়ার আসর বসানো হয়। এ অবস্থায় সোমবার সন্ধ্যার পরে কয়েক জন বন্ধু বান্ধব মিলে মদ্যপানের আসর বসায় রিসোর্টটিতে। সেখানে অতিরিক্ত মদ্যপানের ফলে অসুস্থ হয়ে পড়ে নূরুল আলম। পরে তাকে চিকিৎসার জন্য লামা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিসোর্টির মালিক মো. রাসেল বিষয়টি অস্বীকার করে বলেন, নুরুল আলম হোটেলে নয় বরং নিজের ঘরে অসুস্থ হয়েছেন।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন বলেন, এই বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও মিরিঞ্জা পাহাড়ে পর্যটন স্পটেগুলোতে মাদক সরবরাহের অনেক অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।