স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা: পুলিশ-আন্দোলনকারী মুখোমুখি অবস্থান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছে আন্দোলনকারীরা। এসময় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে থাকতে দেখা গেছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রা শুরু হয়। পরে ৩টা ৫ মিনিট নাগাদ রাজধানীর শিক্ষাভবন মোড়ে আসলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা শিক্ষাভবন মোড়ে আসার আগেই পুলিশ ব্যারিকেড দিলেও আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে ফেলেন। পরে পুলিশ নিজেরাই আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নিয়ে আন্দোলনকারীদের আটকে দেন। এসময় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাক্কাধাক্কিরও ঘটনা ঘটে।

জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার এবং সংশ্লিষ্ট আইনসমূহের যৌক্তিক সংস্কারের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে এ পদযাত্রা করে আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

পদযাত্রা শুরুর আগে শহীদ মিনারেই ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সময় বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। এর মধ্যে পুরুষের ক্ষমতা, ভেঙে হোক সমতা; নারী থেকে নারীতে ছুয়ে যাক প্রতিবাদ।

এর আগে শহীদ মিনারে সমবেত হয়ে তরুণ ও শিক্ষার্থীরা আজকের কর্মসূচির মূল ব্যানার ও বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ড লিখেন। এসব পোস্টার-প্ল্যাকার্ডে লেখা পাহাড় থেকে সমতল, সকল ধর্ষণের বিচার চাই; বিচারহীনতার সংস্কৃতি , ধর্ষণের রাজনীতি; আমরা জন্ম থেকে শহীদ; তনু ধর্ষণ ও হত্যার বিচার কই, রাষ্ট্র তুই ধর্ষক- প্রভৃতি প্রতিবাদী লেখা।