সিলেটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলার কাটাগাং এলাকায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও একই উপজেলার অখপৌদ পাঁহাতি গ্রামের হাসান আলীর ছেলে মো.তোফায়েল (২৬)।

এ ঘটনায় আহত হয়েছেন উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে সাব্বির আহমেদ (৩২)।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টার দিকে তিনজন মোটরসাইকেল আরোহী (সিলেট-মেট্রো-ল -১১-১৪০২) জৈন্তাপুর সদরে আসার পথে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

এব্যাপারে তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে ও ঘাতক ট্রাক আটকের জন্য অনুসন্ধান চলছেন।