মেহেরপুরে ভ্যান চালককের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মেহেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান বাদিয়াপাড়া মাঠের রাস্তার পাশ থেকে আতিয়ার রহমান (২৬) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার মাথায় গুরুতর যখম রয়েছে। ভ্যান ছিনতাইকালে তাকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আতিয়ার রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠ পাড়ার রহিদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন আতিয়ার রহমান। ‌রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। রোববার দুপুরে স্থানীয়রা মাঠের রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

গাংনী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের ক্ষত রয়েছে। মরদেহের আশেপাশে রক্তের ছোপ ছোপ দাগ দেখা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। একই সঙ্গে খুনের ঘটনার রহস্য উন্মোচন এবং খুনিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

বিজ্ঞাপন