শিশুদের তুলিতে জুলাই বিপ্লবের গল্প

  • ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিশুদের তুলিতে জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র উঠে আসে। জলাশয় ও শিশু সুরক্ষা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নদী সুরক্ষা সংগঠন “ঢেউ” এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে একশ’র বেশি শিশু অংশ নেয়। পরে সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।

বিজ্ঞাপন

নদী সুরক্ষা সংগঠন ঢেউ এর সৈয়দ তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইমতিয়াজ পলাশ ও শাহাদাত হোসেন।

প্রধান অতিথি খালেদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লবের লোমহর্ষক অনেক ঘটনা ঘটেছে যা সকল স্তরের মানুষের চোখে আজও স্পষ্ট। আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মনেও সেসব ভয়াল ঘটনা দাগ কেটেছে। কারণ তাদের তুলির আঁচড়ে জুলাই বিপ্লবের পানি লাগবে পানিসহ বিভিন্ন চিত্র উঠে এসেছে। জুলাই বিপ্লবের তাৎপর্য আমাদের মনে লালন করতে হবে।

বিজ্ঞাপন

ঢেউ এর আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহাদ জানান, শিশুদের আঁকায় জুলাই বিপ্লবের বেশ কিছু চিত্র ফুটে উঠেছে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে, শিশুদের মনেও ফ্যাসিবাদী সরকারের আগ্রাসনের বিষয়ে দাগ কেটেছে।