ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শিশুদের তুলিতে জুলাই বিপ্লবের বিভিন্ন চিত্র উঠে আসে। জলাশয় ও শিশু সুরক্ষা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ঢেউ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে নদী সুরক্ষা সংগঠন “ঢেউ” এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে একশ’র বেশি শিশু অংশ নেয়। পরে সন্ধ্যায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব ওরফে শ্যামল।
বিজ্ঞাপন
নদী সুরক্ষা সংগঠন ঢেউ এর সৈয়দ তৈমুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইমতিয়াজ পলাশ ও শাহাদাত হোসেন।
প্রধান অতিথি খালেদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাই বিপ্লবের লোমহর্ষক অনেক ঘটনা ঘটেছে যা সকল স্তরের মানুষের চোখে আজও স্পষ্ট। আজকের প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের মনেও সেসব ভয়াল ঘটনা দাগ কেটেছে। কারণ তাদের তুলির আঁচড়ে জুলাই বিপ্লবের পানি লাগবে পানিসহ বিভিন্ন চিত্র উঠে এসেছে। জুলাই বিপ্লবের তাৎপর্য আমাদের মনে লালন করতে হবে।
বিজ্ঞাপন
ঢেউ এর আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহাদ জানান, শিশুদের আঁকায় জুলাই বিপ্লবের বেশ কিছু চিত্র ফুটে উঠেছে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে, শিশুদের মনেও ফ্যাসিবাদী সরকারের আগ্রাসনের বিষয়ে দাগ কেটেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-মো. শহিদুল ইসলাম (২৯), মো. সবুজ (৩০) ও মো. শরীফুজ্জামান (২৮)।
টাঙ্গাইল পুলিশ সুপার বলেন, এ ঘটনায় কর্তব্যে অবহেলার দায়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার আতিকুজ্জামানকে বরখাস্ত করা হয়েছে।
তিনি বলেন,গ্রেফতারকৃতদের কাছ থেকে লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও দুয়েকজনকে আটক করা হয়েছে। কিন্তু তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না।
গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের 'আমরি ট্রাভেলসের' একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। যাত্রীদের তথ্যমতে, সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা বাসটিতে তিন ঘণ্টা ধরে ডাকাতি চলে। পরে একই জায়গায় বাসটি নিয়ে গিয়ে ডাকাতেরা নেমে যায়।
শুরুতে ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হলেও তাদের জামিন দেন আদালত।
এ ঘটনার তিন দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটি মামলা হয়। বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে মামলাটি করেন।
কর্মহীন ১০ হাজার এনজিওকর্মী, মুখ থুবড়ে পড়ছে উন্নয়ন কর্মসূচি
ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
|
ছবি: সংগৃহীত
জাতীয়
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডি’র তহবিল স্থগিতে বাংলাদেশের ৩২৭ বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) ১০ হাজার কর্মী কর্মহীন হয়ে পড়েছেন। এতে চলমান উন্নয়ন কার্যক্রমেও বড় ধরণের প্রভাব পড়বে। খবর কালের কাণ্ঠ’র
সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করে গত ২৫ জানুয়ারি দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছে এসংক্রান্ত চিঠি পাঠানো হয় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ জানুয়ারি এ বিষয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। এরপর বাংলাদেশে রোহিঙ্গা সহায়তা ছাড়া ইউএসএআইডির বাকি সব কার্যক্রম আপাতত তিন মাসের জন্য গুটিয়ে নেওয়া হয়েছে। আকষ্মিক এ সিদ্ধান্তে বাংলাদেশের প্রায় ৩২৭টি এনজিও’র ১০ হাজার কর্মী বেকার হয়ে পড়ায় স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ একাধিক সহায়তা কার্যক্রম ঝুঁকিতে পড়েছে।
এনজিও ব্যুরো জানায়, বিভিন্ন দেশ থেকে তহবিল (ফান্ড) পেয়ে থাকে দেশের ২৭৪টি এনজিও। এর মধ্যে ইউএসএআইডির ফান্ড পেত ৮৭টি এনজিও। এসব ডোনার এজেন্সির (দাতা সংস্থা) মাধ্যমে দেশে প্রায় ২৪০টি এনজিওর প্রকল্প পরিচালিত হতো। সেই হিসাবে ৩২৭টি এনজিওর ইউএসএআইডির ফান্ড স্থগিত হয়েছে। চাকুরি হারানো ১০ হাজার এনজিও কর্মীর বেশির ভাগই বিভিন্ন প্রকল্পে চুক্তিভিত্তিক চাকরি করায় তাঁরা কোনো আর্থিক সুবিধাও পাননি। ফলে হঠাৎ করে চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে উত্কণ্ঠার মধ্যে দিন কাটছে তাঁদের। অন্যদিকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, গণতন্ত্র ও শাসনব্যবস্থা, পরিবেশ, জ্বালানি এবং মানবিক সহায়তা কার্যক্রমও গতি হারিয়ে ঝুঁকিতে পড়েছে লাখ লাখ সুবিধাবঞ্চিত মানুষ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ইউএসএআইডির ফান্ড বন্ধের ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হয়ে অনেক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। এটা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে। তবে আমাদের দেশে উন্নয়ন কার্যক্রমের প্রভাব বেশি। একই সঙ্গে বিশ্বে কিন্তু বিকল্প অর্থায়নের উৎসও কমে যাচ্ছে। ইউরোপীয় দেশগুলো অন্তর্মুখী হচ্ছে। বৈশ্বিক অবস্থাও ইতিবাচক নয়। এভাবে চলতে থাকলে সুবিধাবঞ্চিতরা আরো বঞ্চিত হবে।’
সূত্র জানায়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)-তে ইউএসএআইডির অর্থায়নে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালিত হতো। তারা এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুতির চিঠি দিয়েছে। স্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্তদের তিন মাসের সময় দিয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। আর অস্থায়ীদের তাত্ক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।
আইসিডিডিআরবির কমিউনিকেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম খান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থায়নে পরিচালিত প্রকল্প ও গবেষণাগুলো পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত স্থগিত রেখেছি।’
ইএসএআইডি হোস্ট অ্যান্ড ইমপ্যাক্টেড কমিউনিটি রেজিল্যান্স অ্যাকটিভিটি, বাংলাদেশ নামের একটি এনজিওর কর্মকর্তা বলেন, ‘আমি অন্য একটি স্থায়ী চাকরি ছেড়ে মাত্র তিন মাস আগে কিছুটা সিনিয়র পজিশনে এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলাম। নতুন প্রতিষ্ঠানে আমার চাকরি এখনো স্থায়ী হয়নি। এ অবস্থায় আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, আমার চাকরি আর থাকছে না। পরিবার-পরিজন নিয়ে অথই সাগরে পড়ে গেলাম।’
বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন বলেন, ‘ইউএসএআইডির ফান্ডে আমাদের একটি প্রজেক্ট চলত। সেখানে ১৯ জন কর্মী ছিলেন। তাঁদের সবাইকে বাদ দিতে হয়েছে। তাঁদের যে অন্য কোনো প্রজেক্টে অন্তর্ভুক্ত করব, সেটাও সম্ভব হচ্ছে না। কারণ গ্লোবালি ফান্ড ক্রাইসিস চলছে।’
বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ইউএসএআইডির ফান্ড বন্ধ ঘোষণার পর বাংলাদেশসহ চারটি দেশে ৯টি কর্মসূচি স্থগিত করেছে। গত ৩ ফেব্রুয়ারি এক সেমিনারে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন যে অবস্থান নিয়েছে, তা পরিস্থিতি কঠিন করে তুলতে পারে। আশা করি রোহিঙ্গাদের জন্য তারা অর্থ সহায়তা বন্ধ করবে না। মানবিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর আরো বোঝা হয়ে দাঁড়াবে।’
মড়ার উপর খাড়ার গা হিসাবে উন্নয়ন সহায়তা বন্ধ করতে যাচ্ছে সুইজারল্যান্ডও। বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন কর্মসূচিতে সহায়তা বন্ধ করার কথা গত ২৯ জানুয়ারি সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম সুইস ইনফোর এক প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকার যে পরিমাণ অর্থ চেয়েছিল, তার চেয়ে কম অর্থ বরাদ্দ করেছে দেশটির পার্লামেন্ট। এর পরিপ্রেক্ষিতে তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ডের সরকার। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) ২০২৮ সালের পর বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ায় দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে।
ইউএসএআইডি গত ৫০ বছরের বেশি সময় বাংলাদেশে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ খাতে অর্থ সহায়তা দিচ্ছে। তাদের অনুদান পাওয়া অনেক এনজিও এবং সরকারি সংস্থা রয়েছে। ইউএসএআইডি গত সেপ্টেম্বরে বাংলাদেশকে প্রায় ২০ কোটি ২২ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার চুক্তি করে। এর আগে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর ২০২১-২৬ সালের জন্য বাংলাদেশ ও ইউএসএআইডির মধ্যে একটি নতুন ডিওএজি (ডেভেলপমেন্ট অবজেকটিভ গ্র্যান্ট অ্যাগ্রিমেন্ট) সই হয়। এর মাধ্যমে ৯৫ কোটি ৪০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয় ইউএসএআইডি।
ইউএসএআইডির ফান্ড বন্ধের ফলে স্বাস্থ্য খাতে বড় প্রভাব পড়বে। বিশেষ করে এইচআইভি, ম্যালেরিয়া ও যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বড় ঝুঁকিতে পড়বে। এতে এইচআইভি-এইডস, যক্ষ্মা, ডায়রিয়া, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ম্যালেরিয়া অপুষ্টিজনিত নানা সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।
পরিবেশ ও জ্বালানি প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জ্বালানি নিরাপত্তা উন্নয়নে কাজ করার কথা বলছে ইউএসএআইডি, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা করে। সব প্রকল্পই এখন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি উন্নয়নেও সহায়তা করে তারা। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে ইউএসএআইডির কর্মসূচি পরিচালিত হতো। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করে তারা। এসব প্রকল্প এখন বন্ধ হয়ে গেছে।
পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষার্থীর
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
|
ছবি: বার্তা ২৪
জাতীয়
জামালপুরে পিকনিকে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদুল ইসলাম (১৫) নামে এক দশম শ্রেণীর স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার সরিষাবাড়ি উপজেলার ছাতারিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থী মো. রাশেদুল ইসলাম সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, স্কুল থেকে পিকনিকে গাজীপুরের সাফারী পার্কে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে ৮টার দিকে স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে দেয়। এ সময় শিক্ষার্থী রাশেদুল ইসলাম বাসের জানালা দিয়ে তার মাথা বের করে থাকে। বাসটি ছাতারিয়া মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিলে ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থী রাশেদুল ইসলামকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করে বলেন, এটা আমাদের জন্য এক বিধ্বংসী ক্ষতি হল। আজ তাদের আনন্দ করার দিন অথচ দুর্ঘটনায় কত বড় ক্ষতি হল। আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় বিদ্যালয় মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষ বাসটিকে আটক করেছে। খবর পেয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে এসেছি। এ বিষয়ে পরিবার যদি অভিযোগ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে খাতভিত্তিক সংস্কার ও দেশকে উন্নত করতে কাজ করছে। দেশকে উন্নত করতে হলে কাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশে কাজেরও কোনো অভাব নেই তবে সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। পরিকল্পনা প্রণয়ন করে দেশের কর্মক্ষম সবাইকে রাষ্ট্রীয়ভাবে কাজ দেওয়ার আহ্বান জানিয়েছে ঐক্য পার্টি অন্যথায় বেকার ভাতার দাবি করেছে দলটি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশে রূপান্তরে সবার মধ্যে ঐক্য সৃষ্টির অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন।
এ সময় নেতারা বলেন, দেশের জনসংখ্যার বিশাল একটা অংশ যুবক। চাকরী/কাজ না থাকায় তারা হতাশায় দিনাতিপাত করে নিজেদের সম্ভাবনাকে নষ্ট করছে। এভাবে চলতে থাকলে তারা নানাবিধ অনুৎপাদনশীল কাজে জড়িত হয়ে দেশকে পিছিয়ে নিয়ে যাবে। দেশের জন্য মারাত্মক বোঝা হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে রাষ্ট্র এগিয়ে আসলে তারা বোঝা তো দূরের কথা উল্টো তারা দেশের সম্পদে পরিণত হবে। আর তাই দেশের কর্মক্ষম সবাইকে কাজ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ঐক্য পার্টি।
দলটির পক্ষ থেকে অনুষ্ঠানে সব সেক্টরের সিন্ডিকেট ভেঙে দেয়ার পাশাপাশি প্রবাসীদের দেশে-বিদেশে হয়রানি বন্ধ, বিমানের টিকিটের দাম কমানোসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে।
ঐক্য পার্টির পক্ষ থেকে মতপার্থক্য অক্ষুণ্ন রেখে সর্বজনীন বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানানো হয়েছে।
দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করার লক্ষ্যে ঐক্য পার্টির পক্ষ থেকে যে ১১টি দাবি উপস্থাপন করা হয়েছে তা হলো-
১) দেশে কৃষি বিপ্লব ঘটাতে প্রকৃতির অবারিত সুযোগ থাকার পরও ধানসহ বিভিন্ন শস্য আমদানি করা লজ্জাজনক। এজন্য ধানসহ বিভিন্ন শস্যের উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট পরিকল্পনা করে তা বাস্তবায়ন করতে হবে। পতিত জমির আবাদ বৃদ্ধি ও বিভিন্ন শস্য উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করাও সম্ভব। এক্ষেত্রে বিএডিসি'র সঙ্গে শিক্ষকদেরও সহযোগিতা নেয়া যেতে পারে। একইসঙ্গে সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছ থেকে পণ্য কিনতে হবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবে অন্যদিকে সিন্ডিকেট প্রথা ভেঙে যাবে।
২) প্রবাসীদের বিদেশে বসে ভোট দেয়ার সুযোগ দিতে হবে। তাদের ভিসা ফি ও বিমান ভাড়া কমাতে হবে। একইসঙ্গে প্রবাসীদের সরকারি খরচে প্রশিক্ষিত কর্মী হিসেবে তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
৩) সরকারি দফতরে কাজ করতে গিয়ে সময় অপচয় ও দুর্নীতি বন্ধে সবক্ষেত্রে ওয়ানস্টপ সার্ভিস চালু করতে হবে। এই সার্ভিস যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা কঠোরভাবে তদারকি করতে হবে।
৪) দেশকে ঋণমুক্ত করার উপায় খুঁজে বের করতে হবে। কারণ ঋণগ্রস্ত জাতি আত্মমর্যাদা নিয়ে চলতে পারে না। ঋণের হাত থেকে বাঁচতে সবখাতে কৃচ্ছতা সাধন করতে হবে। পাশাপাশি সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সব মন্ত্রণালয়, সংস্থা সরকারি দফতরের তৃণমূল পর্যন্ত প্রতি বছরের কাজের অগ্রগতি ও অবনতির তথ্য প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
৫) বেপরোয়া যান চলাচল, হিজরাদের চাঁদাবাজি, শিশু-কিশোরদের নেশায় বুঁদ হয়ে থাকার হাত থেকে বাঁচাতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে সরকারের একটি আন্তরিক ঘোষণাই যথেষ্ট। এতে সরকারের বাড়তি কোনো খরচও হবে না।
৬) উন্নত ও সমৃদ্ধশালী দেশ গড়তে সব নাগরিকদের রাজনীতি করার সুযোগ দিতে হবে। মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন দরকার, তেমনি দেশের স্বার্থে জনগণকে রাজনৈতিক সচেতন হতে হবে।
৭) বাংলাদেশ ঐক্য পার্টিতে দলের শীর্ষ নেতাদের নীতি ও আদর্শে শতভাগ আদর্শায়িত হওয়ার কথা বলা আছে। যা রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করতে হবে। সর্বস্তরে গণতন্ত্র নিশ্চিত করা, সৎ ও যোগ্যদের যোগ্যতার মূল্যায়ন করতে হবে। অহংকারী, পরশ্রীকাতর, নেতৃত্বলোভীদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা যাবে না। আর সংস্কারের ক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্র সংস্কার না হলে শত সংস্কারেও তেমন কোনো কাজ হবে না।
৮) সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে। কেউ সাম্প্রদায়িক মন্তব্যও যাতে করতে না পারে সে ব্যাপারে রাষ্ট্রকে কঠোর হতে হবে।
৯) অবারিত সুযোগ থাকার পরও সুষ্ঠু পরিকল্পনার অভাবে মানুষ কাজ পাচ্ছে না। অবারিত সুযোগ কাজে লাগিয়ে কর্মক্ষম নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকার এক্ষেত্রে ব্যর্থ হলে বেকার ভাতা দিতে হবে।
১০) কেউ দাবি করুক বা না করুক, প্রাপ্যতা ও সামর্থ্য বিবেচনা করে গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। জনস্বার্থকে এড়িয়ে কম গুরুত্বপূর্ণদের চাপে নতি স্বীকার করা যাবে না।
১১) দুর্নীতিমুক্ত পরিবেশ সৃষ্টির জন্য সৎ ও যোগ্য ব্যক্তিদের নিয়ে ন্যাশনাল ইন্টিগ্রিটি কমিশন গঠন করতে হবে।
বাংলাদেশ ঐক্য পার্টির প্রতিষ্ঠাতা ও মুখপাত্র মুহাম্মদ আবদুর রহীম চৌধুরীর সঞ্চালনায় এবং পার্টির চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আবু ইউসুফ যোবায়ের উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণফ্রন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আকমল হোসেন, জাতীয়তাবাদী দল বিএনপি'র ঢাকা উত্তরের সাবেক সহ-সাধারণ সম্পাদক রেজাউর রহমান তপন, জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রতিভা বাকচী, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, সাবেক সচিব কাশেম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহিম, মেজর আবু রাইহান মো. মাহবুবুল ইসলাম প্রমুখ।