পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ১ কি.মি. টেনে নিয়ে গেলেন চালক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্য কনস্টেবল কমল দাসকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক কিলোমিটার নিয়ে গেছে চালক জনি আহমেদ (২৪)। পুলিশ সদস্যকে ঝুলিয়ে নেয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ চালকসহ অটোরিকশা আটক করেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আটক অটোরিকশা চালক জনি আহমেদ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের আহমেদ আলীর ছেলে। পুলিশ সদস্য কমল দাস মাওনা হাইওয়ে থানায় কর্মরত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিফর্ম পড়া অবস্থায় একজন পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ডান পাশে ঝুলে আছেন। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য। কিন্তু, চালক রিকশা থামাচ্ছেন না। মহাসড়ক দিয়ে চলাচল করায় অটোরিকশাকে ওভারটেক করে আসা-যাওয়া করছে বিভিন্ন পরিবহণ। পরে মহাসড়কের একটি স্থানে জ্যাম লেগে থাকলে স্থানীয় জনতা ও পুলিশ সদস্য মিলে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জামিরদিয়া এলাকায় চালককে আটক করে মারধর করতে দেখা যায়।

বিজ্ঞাপন

পুলিশ কনস্টেবল কমল দাস জানান, তিনি বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এসময় মহাসড়কে চলাচল নিষেধ থাকা সত্ত্বেও একটি একটি আটো রিকশা যাত্রী নিয়ে যাচ্ছিল। ওই অটো রিকশাকে থামানো জন্য সংকেত দিলে চালক আটো রিকশা থামায়। এসময় চাবি নেওয়ার চেষ্টা করলে চালক জনি আহমেদ রিকশা নিয়ে যেতে থাকে। এসময় আমি উঠে চেষ্টা করলে অটোরিকশার ডান পাশে ঝুলে যায়। এসময় চালককে রিকশা থামানোর জন্য বললে সে দ্রুত গতিতে রিকশা চালিয়ে যেতে থাকে। আমিসহ রিকশায় থাকা যাত্রীরা তাকে রিকশা থামানোর জন্য বললে সে না থামিয়ে রিকশার গতি বাড়িয়ে দিয়ে দ্রুত এক কিলোমিটার নিয়ে যায়। চালকের উদ্দেশ্য ছিল আমাকে চাপা দিয়ে হলেও অটোরিকশা নিয়ে সে পালিয়ে যাবে। জীবনের ঝুঁকি নিয়ে আমি তাকে আটক করি। হয়তোবা ঘটনার সময় রিকশায় থাকা যাত্রী ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছেড়ে দিতে পারে।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কনস্টেবল কমল দাস অটোটা আটকানোর চেষ্টা করছিল। পরে অটো টান দিলে সে আবার অটোতে উঠে পড়লে অটো না থামিায়ে অটো ছেড়ে দেয়। পরে এক কিলো মিটার যাওয়ার পর জ্যাম থাকায় অটোটা আটকানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।