৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৪ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

ময়মনসিংহে চার হাজারো পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আটক কৃতরা হলেন- তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আবদুল কাইয়ুম (৩০) এবং গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে, সকালে নগরীর মাসকান্দা এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর মাসকান্দা এলাকায় একটি বাসা অভিযান চালিয়ে আবদুল কাইয়ূম ও আমিরুল ইসলামকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়।

আনোয়ার হোসেন আরও বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। চক্রটির প্রধানের নাম প্রকাশ না করলেও ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলা রয়েছে। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবা চালান নিয়ে আসতো। এ বিষয়ে আইনি পদক্ষেপে নেওয়া হচ্ছে।