ভান্ডারিয়ার যুব মহিলা লীগের সভাপতি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পিরোজপুর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের একটি যৌথ দল ভান্ডারিয়া যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে। সে ভান্ডারিয়া পৌরশহরের মো. আজাদ জোমাদ্দার এর মেয়ে।

বিজ্ঞাপন

বুধবার (৪ ডিসেম্বর) তাদের ভান্ডারিয়াস্থস বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ করে পিরোজপুর বিএনপি অফিস ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পিরোজপুর ডিবি পুলিশের ইন্সপেক্টর ইয়াসিন খান জানান, পিরোজপুর সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, আসমা সুলতানা যুথী’র বিরুদ্ধে ভান্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।