লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল মাসিক প্রতিবন্ধী কিশোর লিয়ন ইসলাম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় লিয়ন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

বিজ্ঞাপন