সাতক্ষীরা সীমান্তে হনুমানসহ ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী যৌথ বিশেষ অভিযান পরিচালনায় হনুমানসহ প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার (৪ ডিসেম্বর) সাতক্ষীরার ভোমরা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এগুলো আটক করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ভোমরার লক্ষীদাড়ী নামক স্থান থেকে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ২৪ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩ বোতল ভারতীয় মদ। কাকডাঙ্গা সীমান্তের কেড়াগাছি এবং রাজ্জাকের মোড় নামক স্থান থেকে ৭ লক্ষ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ৩৭ বোতল ভারতীয় মদ। মাদরা সীমান্তের রাজপুর নামক স্থান থেকে ২ লাখ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, ১৫ বোতল ভারতীয় মদ। চান্দুরিয়া সীমান্তের গোয়ালপাড়া নামক স্থান থেকে ৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার সর্বমোট মূল্য ১০ লাখ ৪৪ হাজার ১শ' টাকা। এদিকে বিজিবির বৈকারী সীমান্তের নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে আরেক অভিযানে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৬টি হনুমান খাঁচাসহ সাতানী পাকা রাস্তার ওপর থেকে আটক করে তারা। যার সর্বমোট ৬টি হনুমানের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও জানান, চোরাকারবারী এই মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করার দায়ে জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় কমে যাচ্ছে। উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত বন্যপ্রাণীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।