দুবাই ফেরত বিমানে মিললো কোটি টাকার সোনা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার ১১ পিস সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের (বিজি-২৪৮) এর অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ করা ১১টি সোনার বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম।

এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চ.দা.) বিকাশ চন্দ্র দেবনাথ।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস সোনার বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।