রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে ফরেন সার্ভিসে প্রধান উপদেষ্টা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যে ডাকা বৈঠকে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে তিনি ফরেন সার্ভিস একাডেমিতে আসেন।
এর আগে বেলা ৩টায় প্রথমে বিএনপির স্হায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে দেখা যায়। দলের অন্যান্য সদস্যরা হলেন ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
এছাড়াও কর্নেল (অব.) অলি আহমেদ এর নেতৃত্বে এলডিপি, নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ, জোনায়েদ সাকির নেতৃত্বে গণসংহতি আন্দোলন ও মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে নাগরিক ঐক্য সহ ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ কে প্রবেশ করতে দেখা যায়।