শিয়ালের সঙ্গে অটোরিকশার ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে ফাহিম আহাম্মদ জিদান (২২) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও কয়েকজন আহত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত পুলিশ সদস্য জিদন নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের মহেশকুড়া গ্রামের মাদরাসার শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের ছেলে। নিহত পুলিশ সদস্য ডিএমপি ঢাকা দক্ষিণ ভাটারা থানায় কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদান ছুটিতে বাড়ি ফিরছিলেন। ভালুকা থেকে সিএনজিচালিত অটোরিকশা করে নান্দাইলে বাড়িতে যাওয়ার সময় ভালুকা-গফরগাঁও সড়কের পাঁচুয়া এলাকায় পৌঁছলে শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিটি উল্টে যায়। এসময় পুলিশ সদস্যসহ অটোরিকশার বেশ কয়েকজন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পুলিশ সদস্য জিদানকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের কর্তব্যরত চিকিৎসক ডা. মুন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পুলিশ সদস্য ফাহিম আহাম্মদ জিদানের মৃত্যু হয়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে । পরে নিহত পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে তা হস্তান্তর করা হয়।