মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, নিহত ২
-
-
|

ছবি: সংগৃহীত
মস্কোর ওপর ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩ শিশুসহ ১৮ জন। এই হামলায় মস্কোর চারটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।
মঙ্গলবার (১১ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এসময় মোট ৩৩৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে দাবি করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মস্কো অঞ্চলে ৯১টি এবং কুরস্ক অঞ্চলে ১২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী তাদের সেনা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
প্রসঙ্গত, তিন বছর মেয়াদে যুদ্ধ বিরতি নিয়ে আলোচনার লক্ষে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করতে সৌদি আরব যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।
কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার লাগাতার বড় আক্রমণ চললেও, মঙ্গলবার ইউক্রেন জানিয়েছে যে, তাদের ওপর একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২৬টি ড্রোন হামলা হয়েছে। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ হিসেবে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, এটি মস্কোতে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা ছিল। মস্কো এবং তার আশেপাশের অঞ্চলের জনসংখ্যা কমপক্ষে ২১ মিলিয়ন, যা ইউরোপের অন্যতম বড় মেট্রোপলিটন এলাকার একটি।
রাশিয়ার বৃহত্তম মাংস উৎপাদক কোম্পানি মিরাটর্গ জানিয়েছে, হামলার ফলে ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে তাদের দুই কর্মী নিহত হয়েছেন।