ফিলিপাইনের সাবেক নেতা দুতার্তে গ্রেফতার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর পরোয়ানার ভিত্তিতে ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার হংকং থেকে ফেরার পর পুলিশ তাকে হেফাজতে নেয়।

মঙ্গলবার (১১ মার্চ) এপির প্রাকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এপির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতের নির্দেশে তার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে  ফিলিপাইন সরকার জানিয়েছে।

ফিলিপাইনের রাষ্ট্রপতি কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয় দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, বিশেষ করে তার মাদকবিরোধী অভিযানের সময় নির্বিচার হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করছে আইসিসি।

বিজ্ঞাপন

এপির প্রতিবেদনে আরও বলা হয় আইসিসি ২০১১-২০১৯ সালের মধ্যে দুতার্তের দাভাও শহরের মেয়র ও রাষ্ট্রপতি থাকার সময় সংঘটিত মাদকবিরোধী অভিযানের হত্যাকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য সরাসরি দায়ী।

২০২১ সালে দুতার্তে প্রশাসন আইসিসির তদন্ত স্থগিত করার চেষ্টা করেছিল, যুক্তি দিয়েছিল যে ফিলিপাইনের নিজস্ব বিচারব্যবস্থা এই অভিযোগ খতিয়ে দেখছে। তবে ২০২৩ সালে আইসিসির আপিল বিভাগ তদন্ত পুনরায় শুরুর নির্দেশ দেয় এবং দুতার্তে প্রশাসনের আপত্তি খারিজ করে।

ফিলিপাইন সরকার আইসিসির সদস্যপদ থেকে সরে গেলেও, আন্তর্জাতিক পুলিশ সংস্থার (ইন্টারপোল) রেড নোটিশের মাধ্যমে গ্রেফতারি আদেশ জারি হলে দুতার্তের স্থলাভিষিক্ত রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেয়।

উল্লেখ্য, দুতার্তের গ্রেফতারের পর তার আইনজীবীরা আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।