ইতালিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বিশেষ পরামর্শ সভা
-
-
|

ছবি: সংগৃহীত
ইতালিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কমিটি পূর্ণগঠন কল্পে উপজেলা প্রতিনিধিদের সাথে সম্মেলন প্রস্তুতি কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানী রোমের মন্তেভেরদে স্হানীয় রেস্টুরেন্টের হল রুমে জেলা সমিতির আয়োজনে জেলার সকল উপজেলা সমিতির প্রতিনিধিদলের সাথে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মাহাবুব আলম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য শহিদ উল্লাহ আকতার, শাফিজুল হক শাফিজ, নজরুল ইসলাম বাবু।
পরামর্শ সভায় সার্বিক পরিচালনায় ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, সোহেল রানা, রতন সিকদার, কাউছার চৌধুরি, সামসুজ্জামান খোকন, শাহ শওকত, আজাদ ভূইয়া, সামসুর রহমান, ইমরান খান।
বিশেষ প্রতিনিধি হিসেবে পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সমিতির আহবায়ক রিপন শাহ, নবীনগর উপজেলা সমিতির সাধারন সম্পাদক মনিরুল হক মিন্টু, আশুগঞ্জ উপজেলা সমিতির সাধারন সম্পাদক মিম শাকিল, কসবা উপজেলা সমিতির সদস্য মনির ভূইয়া, আখাউড়া উপজেলা সমিতির সাধারন সম্পাদক সাঈদ ভূইয়া, বিজয়নগর উপজেলা সমিতির সভাপতি কবির আহমেদ ভূইয়া, বাঞ্চারামপুর উপজেলা সমিতির সভাপতি নজরুল ইসলাম, সরাইল উপজেলা সমিতির যুগ্ম আহবায়ক সাজ্জাত আহমেদ চৌধুরি, নাসির নগর উপজেলা সমিতির যুগ্ম আহবায়ক আকাঈদ মোল্লা।
এ সময় আরো বক্তব্য রাখেন নবীনগর উপজেলা সমিতির প্রধান উপদেষ্টা আলমগীর হোসেন, উপদেষ্টা মোজাম্মেল হোসেন, নবীনগর উপজেলা সমিতির সাবেক সভাপতি মাহিনুর হাসান, কসবা উপজেলার সদস্য রিয়াজ উদ্দিন, আখাঊড়া উপজেলার শেখ মামুন, হেলাল আহমেদ, দাউদ মুন্সী, মোখলেছ ভুইয়া, মো:মামুন, নজরুল ইসলাম সহ আরো অনেকে।
প্রতিষ্ঠাকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন, সংগঠনের অন্যতম লক্ষ প্রবাসীদের কল্যানে কাজ করা। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে আগত অভিবাসন প্রত্যাসীদের সার্বিক সহযোগীতা সহ আইনি সেবা দেয়ার অঙ্গিকার নিয়ে কাজ করে যাচ্ছেন তারা।
পরামর্শ সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ টি উপজেলা থেকে আগত প্রতিনিধিরা তাদের বক্তব্যে আগামী দিনে কিভাবে সুসংগঠিত হয়ে জেলা কমিটিতে যোগ্য নেতৃত্বের মাধ্যমে গঠন করা যায় সেই লক্ষে কাজ করা আহবান জানান।