বিশ্বে ‘রঙিন বিপ্লব’ উস্কে দিতে অভ্যস্ত মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক: চীনা মুখপাত্র

  • ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের মতো তাইওয়ানেও ‘রঙ্গিন বিপ্লব’ উস্কে দিতে মার্কিন চেহারা উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান। খবর গ্লোবাল টাইমস

তাইওয়ান ফ্যাক্টচেক সেন্টারের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে মন্তব্য জানাতে বুধবার মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোস কর্তৃক তৈরি ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে তারা (তাইওয়ান) অনুদান পেয়েছে। এই ধরনের প্রতিবেদন প্রমাণ করেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তথাকথিত ‘সমর্থন’ বলে যা তাইওয়ানের ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) প্রায়শই প্রচার করতো তা কেবল অর্থের বিনিময়ে নিজেদের দ্বারা তৈরি একটি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়।

বিজ্ঞাপন

তাইপেই টাইমসের মতে, তাইওয়ান ফ্যাক্টচেক সেন্টার (টিএফসি) স্বীকার করেছে তারা ওপেন সোসাইটি ফাউন্ডেশন (ওএফএস) থেকে অনুদান পেয়েছে, যা মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোস দ্বারা তৈরি। দৈনিকটির খবর অনুযায়ী, ২০২১, ২০২২, জুলাই-ডিসেম্বর ২০২৩ এবং গত বছরের প্রথম ছয় মাসে ওপেন সোসাইটি ফাউন্ডেশন থেকে পাওয়া অনুদানের পরিমাণ ১৪.৪৮৭ মিলিয়ন ডলার (৪৪১,১৫২ মার্কিন ডলার)। ফ্যাক্টচেক সেন্টার এর (টিএফসি) সহ-প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ন্যাশনাল চুং চেং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লো শিহ-হুং এটি নিশ্চিত করেছেন।

তাইওয়ানের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমস বলছে, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং অন্যান্য বিভাগগুলি বছরের পর বছর ধরে তাইওয়ান দ্বীপের বেশ কয়েকটি নাগরিক সংস্থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন ও সহযোগিতা করে আসছে; যাতে তারা ‘তাইওয়ান স্বাধীনতা’র ভ্রান্ত ধারণা তৈরি এবং বিরোধিতাকে উস্কে দিতে ডিপিপি’র সঙ্গে সহযোগিতা করতে পারে।

বিজ্ঞাপন

মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, এই পরিস্থিতি বিশ্বকে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু তথাকথিত ফাউন্ডেশন এবং থিঙ্ক ট্যাঙ্কের আসল চেহারা দেখতে দিয়েছে যারা বিশ্বে ‘রঙিন বিপ্লব’ উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অভ্যস্ত।