রিপোর্টার্স উইথআউট বর্ডারের পরিচালক ডেলোরি মারা গেছেন
-
-
|

ছবি: সংগৃহীত
রিপোর্টার্স উইথআউট বর্ডারের (আরডব্লিউবি) পরিচালক ক্রিস্টোফার ডেলোরি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
রোববার (৯ জুন) রিপোর্টার্স উইথআউট বর্ডারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ক্যান্সার আক্রান্ত হয়ে ক্রিস্টোফার ডেলোরি শনিবার প্যারিসে মারা গেছেন। তিনি ১২ বছর ধরে রিপোর্টার্স উইথআউট বর্ডারের নেতৃত্ব দিয়েছেন। এ সময় তিনি সফলভাবে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করে গেছেন।
রিপোর্টার্স উইথআউট বর্ডারের আগে ক্রিস্টোফার ডেলোরি ‘প্যারিস জার্নালিজম ট্রেনিং সেন্টার’-এর (সিএফজে) পরিচালক ছিলেন। এখানেও তিনি তার নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
বিবৃতিতে বলা হয়, ডেলোরি মুক্ত সাংবাদিকতার অকুতোভয় একজন সাংবাদিক ছিলেন। দেশে দেশে সাংবাদিকদের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন তিনি। সাংবাদিকতা ছিল তার একমাত্র ধ্যানজ্ঞান।
ডেলোরি ১৯৯৮ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ‘লে পয়েন্ট’ নামে একটি সাপ্তাহিকে নিয়মিত লিখতেন। এছাড়া ফ্রান্সের টেলিভিশন নেটওয়ার্ক ‘আর্টে’সহ টেলিভিশন চ্যানেল টিএফ১-এ কাজ করেছেন।
ডেলোরি মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রিপোর্টার্স উইথআউট বর্ডার (আরডব্লিউবি)।