মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

  • কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট, মালয়েশিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

প্রথমবারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

মালয়েশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’।

শুক্রবার (৩১ জানুয়ারি) কুয়ালালামপুরের স্থানীয় একটি হোটেলে গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরাম ও ইভেন্ট বাই গ্লোবাল স্টার কমিউনিকেশনের আয়োজনে "বৈশ্বিক উন্নয়নে ব্যবসা ছাড়া কোন বিকল্প নেই" শীর্ষক আলোচনা ও গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও এবং গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের ভাইস প্রেসিডেন্ট আর. কে রিপনের অনুষ্ঠান পরিচালনায় গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের উপদেষ্টা প্রফেসর ডা. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়ালালামপুরের সাবেক পুলিশ কমিশনার তাউন আমান বিন হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- মালয়েশিয়ার বিশিষ্ট শিল্পপতি ধাতু শ্রী জালাল উদ্দিন সেলিম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- গ্লোবাল বিজনেস ইনোভেশন ফোরামের পরিচালক আরমান চৌধুরী।

আলোচনা শেষে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৪ প্রাপ্তরা হচ্ছেন- দ্যা ম্যাগনেটসের সিইও নাসরিন আক্তার মিলা, ডেভেলপমেন্ট সেন্টার ইন্টারন্যাশনাল (ডিসিআই) এর নির্বাহী পরিচালক ফখরুল ফেরদৌস, ফিড (এনজিও)’র ডিরেক্টর প্রেস অ্যান্ড পাবলিকেশন আনোয়ারুল ইসলাম, মির্জা ট্রেডিং এর প্রোপ্রাইটর প্রকৌশলী মির্জা মোঃ ইসমাইল, এন. হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম শহীদুল কাওসার, ময়মনসিংহ বার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এ্যাডভোকেট বিকাশ রায়, বাসাবো আদর্শ আনন্দ নিকেতন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কোহিনুর রহমান শিল্পী, ইভেন্ট সিটি’র সিইও হাসান একরাম আহমেদ, প্রথমা বাংলাদেশ এর সিইও আব্দুর রাজ্জাক প্রমুখ।

বিজ্ঞাপন