মুম্বাইয়ের অন্ধকার জগৎ নিয়ে দুইটি আলাদা চলচ্চিত্র বানিয়েছিলেন রাম গোপাল ভার্মা।
একটি ‘কোম্পানি’ (২০০২) এবং অন্যটি ‘ডি’ (২০০৫)।
এবার তিনি একসঙ্গে বানাচ্ছেন ‘ডি কোম্পানি’।
বিজ্ঞাপন
এটি ওয়েব সিরিজ।
গতকাল বৃহস্পতিবার এ সম্পর্কে ফেসবুকে জানিয়েছেন আরজিভি।
বিজ্ঞাপন
এটিই হতে চলেছে মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের অন্তিম বিবরণী।
তিনি বলছেন-
ডি কোম্পানি নিয়ে গবেষণা করতে গিয়ে গত বিশ বছর ধরে আমি গ্যাংস্টার থেকে এনকাউন্টার কপ থেকে আন্ডারওয়ার্ল্ডের দালাল, এমনকী আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িত বহু ফিল্ম জগতের লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি।
এই ওয়েব সিরিজে কেবল দাউদের জীবনই দেখানো হবে না।
পুরো ডি কোম্পানিই এর বিষয়।
আরজিভি লিখছেন-
ডি কোম্পানি সিরিজে দেখা যাবে খুচরো গুণ্ডা দুউদ ইব্রাহিম কীভাবে পাঠান গ্যাংকে উৎখাত করলো এবং দুবাইয়ে চলে যাওয়ার পর রুপোলি পর্দার তারকা সহ বিভিন্ন ক্ষমতাধর লোকজনের সঙ্গে মিশে ডি কোম্পানিকে গ্ল্যামারাস ও কর্পোরেট চেহারা দিলো।
ওয়েব সিরিজটির ব্যাপারে আরও কিছু তথ্য জানিয়েছেন তিনি।
বলছেন-
কীভাবে বাবরি মসজিদ ধ্বংসের পরে ভয়াবহ দাঙ্গা, সেখান থেকে ৯৩-এর মুম্বাই বিস্ফোরণ, ছোটা রাজনের দাউদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, ছোট ছোট গ্যাংয়ের লিডারদের উপরে ওঠার বাসনা, এসবের ফলে ৯০-এর দশকের শেষে অপরাধমূলক কাজকর্মের বাড়বৃদ্ধি, এসবই থাকবে ওয়েব সিরিজে।
ডি কোম্পানি ওয়েব সিরিজের শুটিং শুরু হবে কিছুদিনের মধ্যেই।
নামও ঘোষিত হবে কলাকুশলীদের।
আরজিভি বলছেন-
অন্তত ৫টি সিজন থাকবে ডি কোম্পানির। প্রতি সিজনে থাকবে ১০টি করে এপিসোড।
এর আগে একই বিষয় নিয়ে ১৯৯৮ সালে ‘সত্য’ বানিয়েছেলেন তিনি।
উর্বশী রাওটেলা, নোরা ফাতেহি, ফ্যায়জু, জান্নাত জুবায়ের ও আলিয়া ভাট
বিনোদন
বর্তমান যুগ প্রযুক্তির যুগ। আবার অনেকে বলে থাকেন, বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া। যার প্রভাবও অনেক নতুন সমাজে। তবে এক এক দেশে এক এক সোশ্যাল মিডিয়া জনপ্রিয়। যেমন বাংলাদেশে ফেসবুক সবচেয়ে জনপ্রিয়। আবার পাশের দেশ ভারতে ইন্সটাগ্রাম সবচেয়ে বেশি চর্চিত। বলিউড তারকা ইন্সটাগ্রামে রাজত্ব করছে গোটা ভারতে।
এক নজরে দেখে নেওয়া যাক ফলোয়ারের দিক দিয়ে বলিউডের শীর্ষ ৩০ তারকার তালিকা-শ্রেয়া ঘোষাল
৩০. শ্রেয়া ঘোষাল
বলিউডের শীর্ষ গায়িকা শ্রেয়া ঘোষালের ভক্ত শুধু হিন্দি গানের দর্শক না। বিদেশের পাশাপাশি পুরো ভারতের বিভিন্ন ভাষায় সুপারহিট সব গান গাওয়ার কারণে তার অনেক বড় ভক্ত সংখ্যা রয়েছে। আর ইন্সটাগ্রামের এই তালিকায় তিনি দ্বিতীয় গায়িকা। তার ফলোয়ার সংখ্যা ৩২.৪ মিলিয়ন।
মি. ফ্যায়জু
২৯. ফ্যায়জু
ডাক নাম ফ্যায়জু নামেই বেশি পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ফয়সাল শেখ। ফলোয়ারের দিক দিয়ে ফ্যায়জুও রয়েছেন শীর্ষে। জান্নাত জুবায়েরের পর কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তিনিই এই তালিকায় একমাত্র নাম। আর পুরুষ কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে তিনিই সবার শীর্ষে। প্রসঙ্গত, ফ্যায়জু আর জান্নাতের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে বলিউডে গুঞ্জন বেশ চর্চিত। তার ফলোয়ার সংখ্যা ৩৩.১ মিলিয়ন।
শিল্পা শেঠী
২৮. শিল্পা শেঠী
বলিউডের ফিটনেসফ্রিক নায়িকাদের আইডল তিনি। এখনো শিল্পা যেখানে যান সেখানে অন্য নায়িকারা ফিকে পড়ে যান তার তন্বী শারীরিক গড়ন আর লাস্যময়ী হাসিতে। ছোটপর্দার জনপ্রিয় সব রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে তিনি এখনো নিজেকে প্রাসঙ্গিক রেখেছেন দারুণভাবে। তার ফলোয়ার সংখ্যা ৩২.৭ মিলিয়ন।
সোনম কাপুর
২৭. সোনম কাপুর
মেগাস্টার অনিল কাপুরের আদরের কন্যা বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে বলা হয় বলিউডের ‘ফ্যাশন কুইন’। ফলে তার দারুণ সব ফ্যাশন স্টেটমেন্ট, ফটোশুট ও রিলস দেখার জন্য হলেও অনেক ভক্ত ভিড় করে তার ইন্সটাগ্রাম আইডিতে। তার ফলোয়ার সংখ্যা ৩৪.৮ মিলিয়ন।
কিয়ারা আদভানি
২৬. কিয়ারা আদভানি
মিষ্টি হাসি, সাবলিল অভিনয় আর কাটা কাটা চেহারা দিয়ে কিয়ারা অতি দ্রুত সবার মন জয় করেন। বড় বাজেটের একাধিক সিনেমা এখন তার হাতে। অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার খবর দিয়েছেন। তার অনুসারির সংখ্যা ৩৫.৭ মিলিয়ন।
সামান্থা রুথ প্রভু
২৫. সামান্থা রুথ প্রভু
রাশমিকার পর সাউথ ইন্ডয়ান নায়িকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে সামান্থা রুথ প্রভু। তিনিও বর্তমানে বলিউডের নিয়মিত মুখ। শক্তিশালী অভিনয়, ভুবনভোলানো হাসি আর পার্সোনালিটি দিয়ে সবার মন জয় করেছেন সামান্থা। নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর ব্যাপকভাবে আলোচিত হন এই নায়িকা। তবে বর্তমানে সেসব অতীত, তিনি কাজ করে চলেছেন নিজের যোগ্যতায়। সামান্থার ফলোয়ার সংখ্যা ৩৭ মিলিয়ন।
অমিতাভ বচ্চন
২৪. অমিতাভ বচ্চন
কিংবদন্তিদের মধ্যে একমাত্র অমিতাভ বচ্চনই তরুণ প্রজন্মের পছন্দের এই জায়গাটিতে সগর্বে অবস্থান করছেন। এতেই বোঝা যায় তিনি অন্য সবার চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তার ফলোয়ার সংখ্যা ৩৭.৫ মিলিয়ন।
মাধুরী দীক্ষিত
২৩. মাধুরী দীক্ষিত
বলিউডের অল টাইম ফেভারিট হিরোইন মাধুরী দীক্ষিতও অনুসারীদের দিক দিয়ে পাল্লা দিচ্ছেন তরুণ প্রজন্মের সঙ্গে। সিনিয়র নারী তারকাদের মধ্যে তার মতো এতো অনুসারী আর কারও নেই। কারণ ঐশ্বরিয়া রাই অনেক পরে ইন্সটাগ্রামে এসেছেন। আর বাকী যারা আছেন ইন্সটাগ্রামে তাদের চেয়ে মাধুরী অনেক বেশি অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। তার ফলোয়ার সংখ্যা ৪০ মিলিয়ন।
কার্তিক আরিয়ান
২২. কার্তিক আরিয়ান
হ্যান্ডসাম লুক, কনফিডেন্স, নাচের মুভ আর অভিনয় দিয়ে কার্তিক আরিয়ান বর্তমানে বলিউডের জনপ্রিয় সুপারস্টার। প্রতি ছবিতে পারিশ্রমিকও নেন অনেক। এই নায়ক তাই ফলোয়ারের দিক থেকেও অনেক বড় তারকার চেয়ে এগিয়ে। তার ফলোয়ার সংখ্যা ৪৪.৫ মিলিয়ন।
রাশমিকা মান্দানা
২১. রাশমিকা মান্দানা
সাউথ ইন্ডিয়ার সিনেমা দিয়ে জনপ্রিয়তা পেলেও রাশমিকা মান্দানা এখন বলিউডেই বেশি ব্যস্ত। এই নায়িকার মিষ্টি হাসির জুড়ি নেই। তাকে ভারতের ন্যাশনাল ক্রাশও বলা হয়। বিজয় দেবারাকোন্ডার সঙ্গে একাধিক ছবিতে তার রোমান্টিক পর্দা উপস্থিতিই তাকে এতোটা জনপ্রিয়তা এনে দিয়েছে। তার ফলোয়ার সংখ্যা ৪৫.২ মিলিয়ন।
সারা আলী খান
২০. সারা আলী খান
একেবারেই তরুণ প্রজন্মের বলিউড প্রতিনিধি সারা আলী খান। কিন্তু অল্প সময়ে তিনি যে পরিমাণ অনুসারী নিজের করে নিয়েছেন তা যে কাউকে তাক লাগিয়ে দেয়। তার প্রজন্মের অন্য কোন তারকা ফলোয়ারের দিক দিয়ে তার ধারে কাছেও নেই। তার ফলোয়ার সংখ্যা ৪৫.৭ মিলিয়ন।
বারুণ ধাওয়ান
১৯. বারুণ ধাওয়ান
বারুণ ধাওয়ানের এতো ফলোয়ার অবাকই করে। কারণ তিনি বলিউডে পা রেখেছেন বেশ পরে। দর্শক তার নাচ ও ফানি সাইড পছন্দ করে। তার ফলোয়ার সংখ্যা ৪৬.৬ মিলিয়ন।
শাহেদ কাপুর
১৮. শাহেদ কাপুর
বলিউড দীর্ঘদিন জনপ্রিয়তা ধরে রাখা শাহেদ কাপুরও কম যান না। তিনি রয়েছেন সেরা ১৮ তে। তার ফলোয়ার সংখ্যা ৪৭ মিলিয়ন।
নোরা ফাতেহি
১৮. নোরা ফাতেহি
দুর্দান্ত নাচের দক্ষতা আর আকর্ষনীয় শারীরিক অবয়বের কারণে নোরা ফাতেহি ভারতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনিও ক্যাটরিনা, জ্যাকুলিন কিংবা সানি লিওনের মতো বিদেশ থেকে এসে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নৃত্যশিল্পী তিনি।
রণবীর সিং
১৭. রণবীর সিং
তরুণ প্রজন্মের নায়কদের মধ্যে এই তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন রণবীর সিং। কারণ রণবীর কাপুরের অফিসিয়াল কোন ইন্সটাগ্রাম আইডিই নেই। তার ফলোয়ার সংখ্যা ৪৭.৫ মিলিয়ন।
হৃত্বিক রোশন
১৬. হৃত্বিক রোশন
দুই খানের পর বলিউডে জনপ্রিয়তা কিংবা গ্রহণযোগ্যতার দিক দিয়ে হৃত্বিক রোশনের নামই আসে। ইন্সটাগ্রাম ফলোয়ারের ক্ষেত্রেও সেকথা প্রমাণিত। সালমান-শাহরুখের পরই নিজের জায়গা পোক্ত করেছেন হৃত্বিক। তার ফলোয়ার সংখ্যা ৪৭.৭ মিলিয়ন।
শাহরুখ খান
১৫. শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খান রয়েছেই এই তালিকায় সেরা ১৫ নম্বরে। আর নায়কদের মধ্যে তিনি শুধু পিছিয়ে আছেন আরেক খান সালমান আর অক্ষয় কুমার থেকে। কারণ তিনি ইন্সটাগ্রামে তুলনামূলক কম সক্রিয়। তার ফলোয়ার সংখ্যা ৪৭.৮ মিলিয়ন।
জান্নাত জুবায়ের
১৪. জান্নাত জুবায়ের
সরাসরি বলিউড নায়িকা না হলেও কনটেন্ট ক্রিয়েশন আর ছোটপর্দায় কাজ করে ব্যাপক সংখ্যক অনুসারী জোগাড় করেছেন মিষ্টি মেয়ে জান্নাত জুবায়ের। ইন্সটাগ্রাম ফলোয়ারের দিক দিয়ে কটটেন্ট ক্রিয়েটর কিংবা ছোটপর্দার তারকাদের মধ্যে তিনিই সবার শীর্ষে। তার ফলোয়ার সংখ্যা ৪৯.৬ মিলিয়ন।
সানি লিওন
১৩. সানি লিওন
বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল ও অভিনেত্রী সানি লিওনের সৌন্দর্যের দিওয়ানা অনেকেই। তার ফলোয়ার সংখ্যা ৫৫.৯ মিলিয়ন।
দিশা পাটানি
১২. দিশা পাটানি
দিশা পাটানি অভিনয় দিয়ে না হলেও ফিটনেস আর গ্ল্যামার দিয়ে দর্শকের আকৃষ্ট করে রাখেন তার ইন্সটাগ্রাম ওয়ালে। তার ফলোয়ার সংখ্যা ৬১.৩ মিলিয়ন।
অক্ষয় কুমার
১১. অক্ষয় কুমার
বলিউড নায়কদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আর সামগ্রিকভাবে ১১ নম্বরে আছেন আরেক মেগাস্টার অক্ষয় কুমার। তার ফলোয়ার সংখ্যা ৬৭.২ মিলিয়ন।
আনুশকা শর্মা
১০. আনুশকা শর্মা
বলিউডের আরেক নারী সুপারস্টার আনুশকা শর্মা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও তিনি সফল। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। দুই সন্তানকে মনের মতো করে মানুষ করছেন। তারপরও ভক্তদেও আগ্রহ তাকে নিয়ে একটুও কমেনি। এর অন্যতম কারণ তিনি ক্রিকেট জগতের মহাতারকা বিরাট কোহলির স্ত্রী। এই দম্পতিকে দারুণ পছন্দ করে ভক্তরা। বলে রাখা ভালো, ভারতের সর্বস্তরের মানুষের মধ্যে আনুশকার স্বামী বিরাটের ইন্সটাগ্রাম ফলোয়ারই সবচেয়ে বেশি। শুধু বেশিই নয়, দ্বিতীয় স্থানে থাকা শ্রদ্ধা কাপুরের চেয়ে বিরাটের ফলোয়ার প্রায় ২০০ মিলিয়ন বেশি! আর আনুশকার ফলোয়ার সংখ্যা রয়েছে ৬৮.৮ মিলিয়ন। এই সংখ্যাই বা কয়জনের আছে? বলিউড তারকাদের মধ্যে আনুশকা রয়েছেন শীর্ষ ১০ নম্বরে।
সালমান খান
৯. সালমান খান
ইন্সটাগ্রামের এই তালিকায় শীর্ষ ৯-এ আছেন বলিউড মেগাস্টার সালমান খান। এবং তিনিই ভারতের অভিনেতাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ারপ্রাপ্ত তারকা। এজন্যই সালমানকে ভারতের সবচেয়ে লোকপ্রিয় নায়ক বলা হয়। তার ফলোয়ার সংখ্যা ৭০ মিলিয়ন।
জ্যাকুলিন ফার্ন্দান্দেজ
৮. জ্যাকুলিন ফার্ন্দান্দেজ
জ্যাকুলিন ফার্ন্দান্দেজের নাচ আর ফ্যাশন সেন্সের ভক্ত অনেকেই। ফলে তিনি সহজেই বলিউডের প্রথম সারির তারকায় পরিণত হন। যদিও বর্তমানে ব্যক্তিজীবন খুব একটা ভালো যাচ্ছে না তার। তারপরও তার অনুসারী সংখ্যা যে কারও চোখ কপালে তুলে দেবে। তার ফলোয়ার সংখ্যা ৭১ মিলিয়ন।
উর্বশী রাউটেলা
৭. উর্বশী রাউটেলা
এই তালিকায় সেরা ৭-এ রয়েছেন উর্বশী রাউটেলা। তবে কেন তিনি এতো উপরে অবস্থান করছেন তা অনেকেরই অজানা! কারণ এই নায়িকার ক্যারিয়ারে নেই তেমন কোনই হিট সিনেমা। না তিনি অভিনয় ভালো করেন। শুধু গ্ল্যামার, সাজ সজ্জা আর উল্টা পাল্টা কথার কারণে বিতর্ক তৈরী করে আলোচনায় থাকেন এই বিউটি পেজেন্ট বিজয়ী। তার ফলোয়ার সংখ্যা ৭২.৭ মিলিয়ন।
নেহা কাক্কার
৬. নেহা কাক্কার
বলিউডের সঙ্গীতশিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার নেহা কাক্কারের। তার আবেদনময়ী কণ্ঠশৈলী তরুণ প্রজন্ম দারুণ পছন্দ করে। পাশাপাশি নেহা কাক্কারের ফ্যাশন সেন্সও দারুণ। তার ফলোয়ার সংখ্যা ৭৮.২ মিলিয়ন।
দীপিকা পাড়ুকোন
৫. দীপিকা পাড়ুকোন
শুরুর দিকে ইন্সটাগ্রাম অনুসারীর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন বলিউডের লেডি সুপারস্টার দীপিকা পাড়ুকোন। তবে মাঝে তিনি ইন্সটাগ্রামের সব ছবি মুছে ফেলেন। এরপর থেকেই তিনি এই তালিকায় পিছিয়ে যাচ্ছেন দিনকে দিন। তারপরও বর্তমানে তার অবস্থান রয়েছে সেরা ৪-এ। তার ফলোয়ার সংখ্যা ৮০.৩ মিলিয়ন।
ক্যাটরিনা কাইফ
৪. ক্যাটরিনা কাইফ
ভারতের জন সাধারনের নায়িকা বলা হয় ক্যাটরিনা কাইফকে। ফলে তার অনুসারী সংখ্যা যে বিশাল হবে সে কথা সবারই জানা। এই অভিনেত্রীর ব্যক্তিত্ব ও নির্ভেজাল হাসি পছন্দ করেন দর্শক। তার ফলোয়ার সংখ্যা ৮০.৩ মিলিয়ন।
ফ্র্যান্সে ল’রিয়েল প্যারিসের ফ্যাশন শোতে আলিয়া ভাট
৩. আলিয়া ভাট
ইন্সটাগ্রামে আলিয়া ভাটের উত্থান অতি দ্রুত। তিনি দারুণ সব সিনেমায় অভিনয় করে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পৌঁছান। এছাড়া তিনি বিশে^র বড় বড় আন্তর্জাতিক পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অংশ নেন বিশ্বের বড় বড় চলচ্চিত্র ও ফ্যাশনবিষয়ক ইভেন্টে। যেমন- কান চলচ্চিত্র উৎসব, মেট গালা ইত্যাদি। হলিউডেও কাজ করেছেন এই তারকা। তার ফলোয়ার সংখ্যা ৮৬.২ মিলিয়ন।
সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রিয়াঙ্কা চোপড়া
২. প্রিয়াঙ্কা চোপড়া
ইন্সটাগ্রাম অনুসারীদের এই তালিকায় বলিউডে শুধু থেকেই রাজত্ব করে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ ভারতের পাশাপাশি তার রয়েছে আন্তর্জাতিক ফ্যানবেজ। হলিউডেও তিনি নিয়মিত কাজ করছেন। তবে সম্প্রতি তিনি শ্রদ্ধা কাপুরের পেছনে পড়ে গেছেন এই তালিকায়। তার ফলোয়ার সংখ্যা ৯২.৫ মিলিয়ন।
শ্রদ্ধা কাপুর
১. শ্রদ্ধা কাপুর
সবাইকে ছাড়িয়ে কিছুদিন আগেই ইন্সটাগ্রাম ফলোয়ারের দিক দিয়ে এক নম্বর অবস্থানে পৌঁছেছেন বলিউডের মিষ্টি মেয়ে শ্রদ্ধা কাপুর। ইন্সটাগ্রামে নিয়মিত ভক্তদের প্রশ্নের উত্তর দেওয়া, ভক্তদের করা ভিডিও শেয়ার করা কিংবা নো মেকাপ লুকের ছবি বেশি বেশি পোস্ট করার জন্য তিনি ভারতের দর্শকের মন জয় করেছেন। তার ফলোয়ার সংখ্যা ৯৪.২ মিলিয়ন।
‘আলো আসবেই’ কথাটি দেশের মানুষের কাছে চিরচেনা। এ নিয়ে কথা উঠলেই সামনে আসে শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ! যা তৈরি হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে। আর সেখানে যুক্ত হয়েছিলেন শোবিজের একদল শিল্পী। তারা অবস্থান নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের পক্ষে। সেই দলেরই একজন অভিনেত্রী সোহানা সাবা।
আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে পড়েছেন ‘আলো আসবেই’ গ্রুপের শিল্পীরা। অনেকেই আবার দিয়েছেন গা ঢাকা। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন—সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেওয়া হয়েছে! তবে তা হয়নি। বিষয়টি জানিয়েছেন সোহানা সাবা নিজেই।
সোহানা সাবা । ছবি: ফেসবুক
এই অভিনেত্রী জানান, এই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। এটি বন্ধ করতে সবার সাহায্য চান তিনি। সোহানা সাবা জানালেন, ‘আলো আসবেই’ সেই গ্রুপ থেকে অটো ইনভাইটেশন যাচ্ছে। যা কোনোভাবেই বন্ধ করতে পারছেন না তিনি। ফলে নতুন করে আবারও বিপাকে পড়েছেন।
বুধবার সন্ধ্যায় এক ভিডিও বার্তা সোহানা সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কিভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কিভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।’
সোহানা সাবা । ছবি: ফেসবুক
‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরুসহ অনেকে।
এ সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর জন্মদিনে কেক কাটার এক ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়! ছবিটিতে মাত্র তিনজন মানুষ, মাঝখানে রাফী, একপাশে তার মা, অন্যপাশে মাথায় কাপড় দেওয়া নায়িকা তমা মির্জা। তারপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে বিয়ে করে সংসার করছেন চিত্রনায়িকা তমা মির্জা ও পরিচালক রায়হান রাফী। এ নিয়ে গত মঙ্গলবার ফেসবুক পোস্টও দিয়েছেন তমা। এ প্রসঙ্গে কথাও বলেছেন গণমাধ্যমের সঙ্গে।
তমার ভাষ্য, ‘বিয়ের বিষয়টি পুরোপুরি গুঞ্জন। মিডিয়া থেকে এসব ছড়ানো হচ্ছে। ছোট ছোট ইউটিউব চ্যানেলের কেউ আছেন, যারা রসালো হেডলাইন দিয়ে প্রথমে সংবাদ প্রকাশ করছে। এরপর সেসব ছড়িয়ে পড়ছে।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
আপনাদের ঘনিষ্ঠ কেউ কি পেছন থেকে কলকাঠি নাড়ছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিয়ের খবরের তো বিন্দু পরিমাণ সত্যতা নেই। যেহেতু আমরা দুজনে পরিচিত, প্রথমে বন্ধুত্ব, এরপর ভালোবাসা, তারপর বিয়ের সিদ্ধান্ত- এভাবেই তো হয়। কিন্তু বন্ধুত্বের বাইরে রাফীর সঙ্গে আমার বিন্দু পরিমাণ সম্পর্ক নেই। তাই আমার ঘনিষ্ঠজনেরাও বিয়ের মতো খবর ছড়াতে পারে না। বিয়ে অনেক বড় একটা বিষয়- দুইটা পরিবার জড়িত থাকে। আছে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী, মিডিয়ার মানুষও। আমি পাবলিক ফিগার, একজন সাধারণ মানুষ না যে কাজি ডেকে বিয়ে করলাম, কেউ জানলও না। আমার বিশাল সার্কেলও আছে। বিয়ের মতো এত বড় কাজ লুকিয়ে ও গোপনে করতে পারব না। তা ছাড়া রাফীও তো একজন জনপ্রিয় এবং পরীক্ষিত পরিচালক, চাইলে সেও লুকিয়ে বিয়ে করতে পারবে না। এত বাজে রিউমার কেউ ছড়াতে পারে! প্রেমের গুঞ্জন হয়, এটা হয়, সেটা হয়-আমি কোনো মন্তব্য দিই না। কারণ, আমি মনে করি, ইন্ডাস্ট্রিতে যেহেতু কাজ করি, নানা ধরনের আলোচনা-সমালোচনা উঠবে। কিন্তু তাই বলে বিয়ের গুঞ্জন! আমি মনে করি, আমাকে কাজের মাধ্যমে আলোচনায় থাকতে হবে। অন্যান্য ব্যক্তিগত বিষয়ে তাই শিগগিরই মন্তব্য করতেও চাই না।’
রায়হান রাফী ও তমা মির্জা । ছবি: ফেসবুক
পরিচালক রাফীর নিজের সম্পর্কও খোলাশা করলেন অভিনেত্রী তমা মির্জা, ‘রাফী হলো আমার পরিবারের একটা অংশ। এই পরিবারের অংশ দিলরুবা আপু (একজন চিকিৎসক), (মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া) মিথিলাও। তাদের জন্মদিনও উদ্যাপন করি। অন্য দুজন মেয়ে, রাফী ছেলে বলে এখানে সম্পর্কটা ভিন্নভাবে বিশ্লেষণ হবে, তার কোনো অবকাশ নেই। গত এক-দেড় বছর কাজের বাইরে আমি কোনো কিছু নিয়ে চিন্তা করছি না। আগামী দুই বছরও প্রেম, বিয়ে নিয়ে আমার চিন্তা নেই। আপাতত প্রেম-ভালোবাসার মধ্যেও থাকতে চাই না। শুধু কাজে ফোকাস করতে চাই।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
মাঝে গুঞ্জন উঠেছিলো রাফী আর তমার মধ্যে দুরত্ব তৈরী হয়েছে। তমাও তা স্বীকার করেন। তিনি বলেন, ‘আঙ্কেল (রাফীর বাবা) মারা যাওয়ার পর আমাদের দুই পরিবারের সম্পর্ক আবারও ঠিক হয়েছে। আঙ্কেল আমাকে প্রচণ্ড আদর করতেন। কথা হচ্ছে, আমার বন্ধুর এত বড় একটা সংকট সময়, আর আমি পাশে থাকব না- সেটা রাফীই হোক বা আমার যে বন্ধুই হোক, চিন্তাই করতে পারি না। আঙ্কেল যেহেতু মারা গেছেন বেশি দিন হয়নি, সে কারণে জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা কারোরই ছিল না। আমরাও করতে চাইনি। তারপরও তো পরিবারের এক-দুজন-আমরা যারা কাছের মানুষ আছি, তারা তো আর একদমই ভুলে যেতে পারি না। পরদিন তাই সবাই মিলে একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে, যাতে রাফীর মনটা ভালো থাকে। সবাই মিলে আড্ডা দেওয়া। ওখানে সবাই পুরোনো বন্ধু, আমার মতোই।’
তমা মির্জা । ছবি: ফেসবুক
ভবিষ্যতে আপনাদের সম্পর্কটা কোথায় গড়াবে, প্রেম কিংবা বিয়ের মতো কিছু ঘটবে কি? এমন প্রশ্নের জবাবে তমা বলেন, ‘ভবিষ্যৎ কী আমি জানি না। কারণ, আমার ভাগ্যে কী আছে, আমি জানি না। আমি আজকে একটা কথা বলব, কালকে সেই জিনিসটা হবে না, এটা নিয়ে মানুষ হাসাহাসি করবে বা প্রশ্ন তুলবে, এমন প্রশ্নের সম্মুখীন আমি হতেই চাই না। আমি আমার বর্তমান প্রসঙ্গে জানি, এই বর্তমানে আমি কোনো সম্পর্কে জড়িত নই। গত এক-দেড় বছরে আমি কোনো সম্পর্কে নেই, নিশ্চিত। সামনে কী হবে, সেটা সামনে বলতে পারব। অগ্রিম কিছু বলতে পারব না।’
‘আমলনামা’ নামের ওয়েব সিরিজ-এর পোস্টার
এদিকে, শিগগিরই তমা মির্জার তিনটি নতুন কাজ মুক্তি পেতে যাচ্ছে। রায়হান রাফীর পরিচালনায় ‘আমলনামা’ নামের ওয়েব সিরিজটি আসবে চরকিতে। ঈদে সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে ‘দাগি’। এছাড়া কলকাতার অঞ্জন দত্ত পরিচালিত সিরিজ ‘দুই বন্ধু’ও রয়েছে মুক্তির অপেক্ষায়।
ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। একের পর এক হিট সিনেমা দিয়ে এখন পছন্দের শীর্ষে তিনি। সদ্যই ঘোষণা দিয়েছেন অন্তঃস্বত্ত্বা হওয়ার। মা হতে যাচ্ছেন অভিনেত্রী।
তবে সেই সংঙ্গে দুঃসংবাদও এলো কিয়ারা ভক্তদের জন্য। বলিউডর অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডন ৩’ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কিয়ারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ক্লাসিক হিট ডন ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমায় এবার কিং খানের জায়গা নিয়েছেন রণবীর সিং। সিনেমাটির ঘোষণার পর থেকেই দশর্কদের উন্মাদনা চোখে পড়ার মতো। এতে রণবীরের বিপরীতে কিয়ারা আদভানিকে দেখা যাওয়ার কথা ছিলো।
বলিউডের তাবড় নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর অনুরাগীরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
তবে সিনেমাটির ঘনিষ্ঠ সূত্র অনুসারে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং গোছাতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী।
অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি ফারহানের ‘ডন ৩’-এর প্রস্তাব নাকচ করে দিয়েছেন কিয়ারা। কারণ এই গোটা প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম
অতঃপর ইতিমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। তবে এখনো কারো নাম নির্দিষ্ট করে জানা যায়নি।
অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’-এর শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে। সন্তান জন্মদানের পরই চুক্তিবদ্ধ হওয়া বিগ বাজেটের কিছু সিনেমার কাজ শুরু করবেন কিয়ারা।
কিয়ারা আদভানি । ছবি: ইন্সটাগ্রাম