সারোগেসি (গর্ভভাড়া) পদ্ধতির মাধ্যমে সদ্য কন্য সন্তানের বাবা-মা হয়েছেন নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া। গত ২২ জানুয়ারি সাউদার্ন ক্যালিফোর্নিয়া হাসপাতালে এই তারকা দম্পতির রাজকন্যার জন্ম হয়। যদিও নবজাতকের নাম এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
এই তারকা দম্পতি বাবা-মা হওয়ার সুসংবাদটি দেওয়ার পরই তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে বইতে শুরু করেছেন লাইক, কমেন্ট, শেয়ার ও শুভকামনার বন্যা।
বিজ্ঞাপন
এবার সদ্য বাবা-মা হওয়া নিক-প্রিয়াঙ্কাকে শুভকামনা জানালেন আনুশকা শর্মা। সেই সঙ্গে নির্ঘুম রাত কাটানোর জন্যও প্রস্তুত হতে বললেন তাদের।
আনুশকা শর্মা তাদের শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘নিদ্রাহীন রাত, অতুলনীয় আনন্দ এবং ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাও। ছোট্ট সোনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’
বিজ্ঞাপন
এদিকে, পশ্চিমা সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, আগামী এপ্রিলের শেষ দিকে জন্ম নেওয়ার কথা ছিলো নিক-প্রিয়াঙ্কার সন্তানের। কিন্তু নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগেই জন্ম নিয়েছে সে।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, নিক-প্রিয়াঙ্কার সন্তান এবং ওই সারোগেট মা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে নিক-প্রিয়াঙ্কা এখন তাদের সন্তানকে সুস্থতার সঙ্গে লস অ্যাঞ্জেলসের বাড়িতে নিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
১৩ বছরের প্রেমের সম্পর্ক শেষে গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও প্রযোজক-পরিচালক আদনান আল রাজিব। এরপর ২৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকার অদূরে সাভারের একটি রিসোর্টে দুজনের ‘বিবাহোত্তর সংবর্ধনা’ হয়।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
‘বিবাহোত্তর সংবর্ধনা’অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে এলেও আকদের ছবি এতোদিন দেখা যায়নি। আজ শুক্রবার ভক্তদের সঙ্গে অভিনেত্রী ভাগ করে নিয়েছেন সেদিনের মুহূর্ত। সঙ্গে জানিয়েছেন, মায়ের বিয়ের শাড়িতেই বিয়ে সেরেছেন তিনি।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মেহজাবীন লিখেছেন, ‘আমাদের আক্দ হয় ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিনে; আদনান এবং আমি আমাদের পরিবারের সদস্যদের ও কাছের মানুষের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হলাম।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
আমাদের জীবনের একটি বিশেষ দিন ছিল এটি, যা আরও অর্থবহ হয়ে উঠেছিল আমাদের প্রিয় মানুষদের উপস্থিতিতে।’
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
বিশেষ এই দিনে মায়ের আক্দের শাড়ি পরা নিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার মা তার আক্দের দিনে যে শাড়ি পরেছিলেন, সেই শাড়িই আমাকে উপহার দিয়েছেন। আমার বিশেষ দিনে সেটি পরতে পারা ছিল মায়ের কাছ থেকে প্রাপ্ত সবচেয়ে সুন্দর উপহার।’
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
মেহজাবীন ও আদনানের প্রেম বিনোদন অঙ্গনে অনেকটা ‘ওপেন সিক্রেট’ ছিল। দুজনকে দেশে ও দেশের বাইরে একত্রে ঘোরাঘুরি করতে দেখা গেছে। ঘোরাঘুরির সময় তোলা স্থিরচিত্র হাতবদল হয়ে ফেসবুকেও পোস্ট হয়েছে।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
নিজেরাও কখনো কখনো নিজেদের ইনস্টাগ্রামে রোমান্টিক মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেছেন। ঘুরে বেড়ানোর মুহূর্তের স্থিরচিত্র ফেসবুকে প্রকাশের পর দুজনকে নিয়ে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে। তখনো তারা ছিলেন নীরব।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
কয়েক বছর আগে হঠাৎ গুঞ্জন রটে যে বিয়ে করেছেন মেহজাবীন-আদনান! তারা সংসারও করছেন। এসব নিয়ে যখন কথা হচ্ছিল, তখন কৌশলে তাঁরা নিজেদের সম্পর্কের ইঙ্গিত দেন। অবশেষে গুঞ্জনই সত্যি হলো, পূর্ণতা পেল ১৩ বছরের প্রেম।
বিয়ের দিন আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী
শাকিব খান আর শবনম বুবলীর নিয়ে নতুন করে কিছু বলার নেই। সবাই তাদের ইতিহাস জানেন। এই দম্পতির একটি ছেলেও রয়েছে। তবে সেই সম্পর্ক এখন অতীত। শাকিবের সংসার ভেঙেছে অপু বিশ্বাসের সঙ্গেও। সম্পর্ক ভাঙনের পরও শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাস দারুণ দারুণ কথা বলে থাকেন সব জায়গায়। তবে বুবলীর মুখে শোনা যেত বিষোদগার। তবে এবার কী ভেতরে ভেতরে বদলে গেলো সমীকরণ? এজন্য বুবলী শাকিব খানকে নিয়ে বলে ফেললেন এতো বড় কথা!
ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এর আগে মোশন পোস্টার প্রকাশিত হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয় ১ মিনিট ৪৪ সেকেন্ডের টিজার। এতে ছবিতে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিয়েছেন পরিচালক মেহেদি হাসান।
বাংলাদেশি সিনেমার শীর্ষ তারকা শাকিবের নতুন সিনেমার টিজার কবে আসবে—এ নিয়ে কয়েক দিন ধরে অন্তর্জালে চলছিল আলোচনা। গতকাল টিজার প্রকাশের পর পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস। এদিকে ‘বরবাদ’ টিজার দেখেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি টিজার দেখে উচ্ছ্বসিত, জানিয়েছেন তার প্রতিক্রিয়াও।
‘বরবাদ’ ছবিতে শাকিব খান
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর একটি অনুষ্ঠানে ছিলেন শবনম বুবলী। সেখানে তিনি বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাকিব খানের ‘বরবাদ’ ছবির টিজার নিয়েও কথা বললেন। বুবলী তার বক্তব্যে বলেন, ‘শাকিব খান আমাদের বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী, আমাদের বাংলা ইন্ডাষ্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার। তিনি অনেক বছর ধরে কাজ করছেন। তার “বরবাদ” ছবির টিজার বের হয়েছে। দেখলাম, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম, ভেঙেচুরে। অসাধারণ নির্মাণ, শাকিব খানের উপস্থাপন দুর্দান্ত। বরবাদ টিমের জন্য আমার মন থেকে শুভকামনা। আমার পক্ষ থেকে শাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা।’
একসময় উড়োজাহাজের কেবিন ক্রু ছিলেন শবনম বুবলী। এরপর সংবাদপাঠিকা হিসেবেও কাজ করেন। তারপর শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে চলচ্চিত্রে কাজের শুরু। একের পর এক শাকিবের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন। একটা সময় শাকিবের সঙ্গে বুবলীর প্রেম-বিয়ের গল্প প্রকাশ্যে এলেও দুজনের কেউই তা স্বীকার করতেন না। তবে সন্তান জন্মের দুই বছর পর বুবলীর দাবি ছিল এ রকম, ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে গোপনে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ জন্ম হয় তাঁদের সন্তান শেহজাদ খান বীরের। বনিবনা না হওয়ায় বুবলীর সঙ্গেও শাকিবের সম্পর্কের দূরত্ব তৈরির খবর প্রকাশ্যে আসে। শাকিব খানের সঙ্গে শবনম বুবলীকে সর্বশেষ দেখা গেছে তপু খান পরিচালিত ‘লিডার; আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রে।
শাকিব খান ও বুবলী জুটি বেঁধে এক ডজনের মতো সিনেমা করেছেন
‘বরবাদ’ ছবির টিজারে বিধ্বংসী রূপে দেখা গেল ঢালিউড তারকা শাকিব খানকে! যেমনটা আগে দেখেননি তার ভক্তরা। টিজারে রীতিমতো চমকে দিয়েছেন এই তারকা। সেই সঙ্গে দেখা গেল ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তকেও। ব্লকবাস্টার ছবি ‘প্রিয়তমা’র পর ‘বরবাদ’-এও দেখা গেল ইধিকা পালকে, এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন।
‘বরবাদ’ ছবির টিজারে শাকিব খানের মুখে একটি সংলাপ ছিল, ‘আমি শুধু একটা জিনিসই ভাবি, নীতু শুধু আমার।’ ছবিতে নীতু চরিত্রে অভিনয় করেছেন ইধিকা পাল। ‘বরবাদ’-এর টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। ‘বরবাদ’ প্রসঙ্গে শাকিব খান বলেছিলেন, ‘সিনেমাটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে।’
‘বরবাদ’ ছবিতে ইধিকা পাল
‘বরবাদ’ টিজার শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশের পর ১৮ ঘণ্টায় ১৯ লাখের বেশি ভিউ হয়েছে। মন্তব্য এসেছে ২৭ হাজারের বেশি, রিঅ্যাকশন পড়েছে দেড় লাখের বেশি আর শেয়ার হয়েছে ১২ হাজারের বেশি। এর বাইরে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক আইডি ও পেজ থেকে টিজার আপলোড করা হয়েছে। এসকে ফিল্মসের ইউটিউব থেকে টিজারের ভিউ আজ শুক্রবার দুপুর সাড়ে দেড়টা পর্যন্ত ১০ লাখ পার করেছে।
‘বরবাদ’ ছবিতে শাকিব খান
শাকিব খান, ইধিকা পাল, যিশু সেনগুপ্ত ছাড়া ‘বরবাদ’ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির ঘরে আসতে চলেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগামাধ্যমে সুখবর দিয়ে অভিনেত্রী কিয়ারা জানালেন, প্রথমবার মা হতে যাচ্ছেন তিনি।
এই ছবিটি পোস্ট করেই বাবা-মা হওয়ার বার্তা দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি
আজ (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন কিয়ারা। ছবিতে দেখা যায় কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার হাতের ওপর পায়ের দুটি মোজা। এতেই সবাই বঝে যায় এই দম্পতির ঘরে আসছে নতুন অতিথি। এরপর ছবির ক্যাপশনে কিয়ারা জুড়ে দেন, ‘আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার আসছে। তারপর ইমোজির মাধ্যমে তিনি আরও বুঝিয়ে দেন ৬ মাসও হয়ে গেছে মাতৃত্বের।
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি
ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন কিয়ারা। বি-টাউনের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন তিনি।
এবার কন্নড় ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। ছবির নাম ‘টক্সিক’। গীতু মোহনদাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে থাকবেন দক্ষিণী সুপারস্টার যশ। এটি কিয়ারার ক্যারিয়ারের প্রথম দ্বিভাষিক সিনেমা, যেখানে তিনি ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সংলাপ বলবেন। এর মাঝেই তিনি দিলেন নতুন সুখবর।
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা দম্পতি
অন্যদিকে, সিদ্ধার্থ মালহোত্রার হাতেও রয়েছে একাধিক বিগ বাজেটের সিনেমা।
দেখতে দেখতে জীবনের ৭৮ বসন্ত পার করে দিলেন চিত্রনায়ক সোহেল রানা। অভিনেতার বাইরেও তিনি একাধারে পরিচালক এবং প্রযোজকও। তার পুরো নাম মাসুদ পারভেজ।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এই অভিনেতার ৭৯তম জন্মদিন।
এবারের জন্মদিন ঘিরে জানা গেল বিশেষ খবর। প্রথমবার তাকে ঘিরে তৈরি হলো একটি পডকাস্ট শো। যেখানে তার বয়ানে উঠে আসবে ফেলে আসা জীবনের নানান গল্প।
সোহেল রানা
কিংবদন্তির জন্মদিন উপলক্ষে, আজ রাত ৮টায় ‘আইজ অন’ নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তার প্রথম পডকাস্ট ‘আমি সোহেল রানা’-এর টিজার উন্মুক্ত হবে।
অভিনেতার জন্য এটি একেবারে নতুন অভিজ্ঞতা জানিয়ে সোহেল রানা বলেন, ‘অতীতের স্মৃতিচারণ করতে আনন্দ লাগে। কিছু স্মৃতি আবার কষ্টেরও। এবার যা ভালো লেগেছে, তা হলো প্রথমবারের মতো পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারের কথা বললাম।’
সোহেল রানা
১৯৪৭ সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন মাসুদ পারভেজ।
তার জন্ম ঢাকাতে হলেও পৈতৃক নিবাস বরিশাল জেলায়। শিক্ষা জীবনে ছিলেন একজন তুখোড় ছাত্রনেতা। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। শুরুতে প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন তিনি। তার আসল নাম মাসুদ পারভেজ হলেও ‘সোহেল রানা’ নামেই তিনি সমধিক পরিচিত।
মূলত চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেছিলেন তিনি। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র ‘মাসুদ রানা’র একটি গল্প অবলম্বনে ১৯৭৪ সালে ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং একই সিনেমার মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন। ‘এপার ওপার’, ‘দস্যু বনহুর’, ‘জীবন নৌকা’-এভাবে একের পর এক প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।
সোহেল রানা
সোহেল রানার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান পারভেজ ফিল্মসের ব্যানারে ৩০টির অধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে। তিনি অন্তত ৩০টি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর প্রযোজক ছিলেন তিনি। কিন্তু পরে নায়ক খ্যাতির আড়ালে ঢাকা পড়ে যায় তার প্রযোজক পরিচয়টি।
লালু ভুলু (১৯৮৩), অজান্তে (১৯৯৬), সাহসী মানুষ চাই (২০০৩) তিনটি চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের সুবাদে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন সোহেল রানা। ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে আজীবন সম্মাননা লাভ করেন এই মুক্তিযোদ্ধা-অভিনেতা।
সোহেল রানা
১৯৯০ সালে ডা. জিনাত পারভেজকে বিয়ে করেন সোহেল রানা। তাদের একমাত্র ছেলে মাশরুর পারভেজ জীবরান। অভিনেতা মাসুম পারভেজ রুবেল তার ভাই।