প্রবাসী আয়ে সুবাতাস, সপ্তাহ ব্যবধানে রিজার্ভ বাড়ল ১৫১ কোটি ডলার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে বেড়েছে নিট রিজার্ভের পরিমাণ। এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৫১ কোটি ৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮ কোটি ১০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ২০ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। এক সপ্তাহ আগে অর্থাৎ ১৪ ডিসেম্বর রিজার্ভের পরিমাণ ছিল ১ হাজার ৯১৬ কোটি ৯০ লাখ ২০ হাজার মার্কিন ডলার (বিপিএম৬) বা ১৯ দশমিক ১৬ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ঋণসহ অন্যান্য উৎস থেকে ডলার যোগ হওয়ায় রিজার্ভের এ পরিমাণ বাড়ল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তির ৬৮৯ দশমিক ৮৯ মিলিয়ন ডলার অনুমোদন করে।

বিজ্ঞাপন

এর দুই দিন পর শুক্রবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে এ ডলার যোগ হয়। একই দিনে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণের ৪০০ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। অন্যান্য উৎস থেকেও আরও রিজার্ভ জমা হয়।