ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নিপীড়নের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এসব ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ ও ধর্ষকের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশের পর প্রধান সড়কগুলোতে প্রতিবাদ মিছিল করে নারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরেফা খাতুন বলেন, গণঅভ্যুত্থানের এতোদিন পরে এসে নিরাপত্তা নিয়ে কথা বলতে লজ্জা লাগে। আমাদের অভ্যুত্থান রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোর পরিবর্তনের উদ্দেশ্যে ছিল। কেবল রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন এসেছে, সামগ্রিক কাঠামোর পরিবর্তন হয়নি। গত ৭২ ঘন্টায় যে পরিমাণ ধর্ষণের কথা শুনেছি তাতে মনে হয় এ সরকার আসলে কোনো কাজই করে না।

তিনি বলেন, আমরা চাই আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ধর্ষকদের শাস্তি নিশ্চিত করবে।

বিজ্ঞাপন

ভূগোল বিভাগের শিক্ষার্থী কুবরাতুল আন কানিজ বলেন, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি। তারপর আমিরা কী দেখতে পেয়েছি? আজ ঘরে বাইরে কোথাও নারীদের নিরাত্তা নেই। শহীদ মিনারে ফুল বিক্রি করতে গিয়ে চার বছরের শিশু পর্যন্ত ধর্ষণ হয়। চলন্ত বাসে নারীরা নিপীড়নের শিকার হয়। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নেয় না। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলতে চাই "চাচা রাজু ভাস্কর্যে এতো মানুষ কেন, আর নারীদের নিরাপত্তা কোথায়?"

দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, দেশে নারীদের নিরাপত্তা নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। নতুন বাংলাদেশে আমরা এমনটাই কি আশা করেছি? উপদেষ্টারা সবাই ঘুমাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করছে।