চারটি এপিটাপ

  • শরীফুল আলম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

( ১ )

ওড়াউড়ি করি
নিজেকে সমর্পণ করি ,
কেন করি?
উৎসব উৎসব লাগে , তাই করি
আনন্দকে দুঃখ থেকে আলাদা করি
শীতকালে পূর্ণিমার চাঁদ দেখি
টাইমস্কোয়ারে হ্যাপি নিউইয়ার দেখি
এখানে নববর্ষের আগুণ
ফায়ার সার্ভিস নিভায় না
স্যাম্পেন দিয়ে কেবল ভিজিয়ে দেয় ।

বিজ্ঞাপন

( ২ )

ড্যাফোডিল , কোন কালেই আমার পছন্দের ফুল ছিল না
জার্মান কিম্বা অ্যামিরিকান জারবেরা ও না
তার চাইতে বেগুনী , মেজেন্ডা , গোলাপ , লাল টকটকে পদ্ম
আমার খুব পছন্দ
এমন কি চৈত্র , বোশেখ মাসে এক কাপ কড়া ব্ল্যাক কফি
ঝুলন্ত ফ্যান কিম্বা এ , সি র চাইতে হাত পাখা ।

বিজ্ঞাপন

( ৩ )

ইচ্ছায় মাঝে মধ্যেই আজকাল এমন হয় , কাঁপন ধরে
তুমি পাশ ফিরে ঘুমাও
ঠোঁটে গুণগুণ
আমার শ্রাবণ কাল ,
কত আলগোছে বছর ফুরিয়ে যায়
অথচ ভালোবাসা ফুরায়না ,
এই পরবাস , নীলাভ আনন্দ ফেলে
ইচ্ছে হয় বোরাকে চড়ে
চলে আসি বাংলাদেশে ,
ঠেসাঠেসি , ভিড় , হাতাহাতি , কাড়াকাড়ি
কানাকানি , দানাপানি হৃদয় নিবিড় করি ,
এই অ্যাটলান্টিক , নির্মোহ নিরুর বাঁশি
এই পিঙ্গল পাতার হলুদ স্তূপ
কোন ভাবেই আমার
কচুরিপানা কিম্বা পাট পচার চাইতে সুগন্ধময় নয় ।

( ৪ )

আঁটসাঁট প্রেমে
তোমাকে আমি কখনোই আটকে রাখতে পারনি
তাই অতি অভিমানে এখন আমার বিছানা বালিশ ভিজে
বিপরীতমুখি দুইদিকে হেঁটে যাই আমরা
সম্পর্কেকে মনোপলি বলি , গুডবাই
একটু বেঁকে গেলেও
কৌশলে চোখের জল লুকাই ,
দীর্ঘ প্রেম তোমার সাথে আমার হয়নি
তাই হাইওয়েতে তুষারের মত আমি এখন শুয়ে থাকি
বেসামাল ধুঁয়া উড়ে কফির কাপে
তোমাকে এখন আমি অনেক ঝাপসা দেখি ।
___________________________________

শরীফুল আলম ।
৮ জানুয়ারি / ২০২২
হাডসন , নিউইয়র্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ।