হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চলকের মৃত্যু
-
-
|
![ছবি: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2020/Mar/30/1585581901072.jpg)
ছবি: বার্তা২৪.কম
হবিগঞ্জ সদর উপজেলার নসরতপুরে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নূরুল আমীন (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার নসরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল আমীন জেলার বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের লেবু মিয়ার ছেলে। পেশায় তিনি ইজিবাইক চালক।
স্থানীয় সূত্রে জানা যায়- কয়েকদিন আগে নিহত নূরুল আমীন তার এক আত্মীয়ের বাড়ি নসরতপুরে বেড়াতে যান। সোমবার সন্ধ্যায় তিনি ইজিবাইক চার্জ দেওয়ার জন্য ওই এলাকার একটি গ্যারেজে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।