শৈলকুপায় নসিমন দুর্ঘটনায় নিহত ২
-
-
|
![ছবি: বার্তা২৪.কম](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2020/Mar/23/1584954462353.png)
ছবি: বার্তা২৪.কম
ঝিনাইদহের শৈলকুপায় নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দু’জন জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার গাড়াগঞ্জ এলাকার তেলপাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর গ্রামের বাসিন্দা। তবে তাদের নাম জানা যায়নি।
শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কাঁচামাল ব্যবসায়ী ওই দুই জন দুপুরে আব্দালপুর থেকে সবজি নিয়ে ঝিনাইদহে আসছিলেন। পথে নসিমনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।