বান্দরবানে যুবদলের জেলা সভাপতিসহ আটক ২
-
-
|
![ছবি: প্রতীকী](https://imaginary.barta24.com/resize?width=1280&quality=75&type=webp&path=uploads/news/2019/Oct/27/1572185001904.jpg)
ছবি: প্রতীকী
অনুমতি ছাড়া যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করায় বান্দরবানে যুবদলের জেলা সভাপতিসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বান্দরবান শহরের চৌধুরী মার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জেলা যুবদলের সভাপতি হারুনর রশিদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন পাঠান।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, পুলিশের অনুমতি ছাড়া বান্দরবানে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।