গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুর এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ মার্চ) বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক।
এর আগে অর্থ প্রতারণার মামলায় গত বৃহস্পতিবার (১৪ মার্চ) গাইবান্ধা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আতিকুর রহমান আতিক বাবু আদালতে উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, রায় ঘোষণার সময় আসামি আতিক বাবু আদালতে উপস্থিত ছিলেন না। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন। যেহেতু আসামি পলাতক রয়েছেন, তাই গ্রেফতারের দিন থেকে রায়ের কার্যকারিতা শুরু হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ৭ জুন বগুড়ার শাজাহানপুর উপজেলার গণ্ড গ্রামের বাসিন্দা প্রদীপ কুমার মোদক গাইবান্ধা সদর থানায় আতিক বাবুর বিরুদ্ধে অর্থ প্রতারণার মামলা করেন।
মামলা ও মামলার বাদি সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর-২ আসনের তৎকালীন সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপির আত্মীয় পরিচয়ে এবং আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার সুযোগ নিয়ে আতিক বাবু অনেককে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এই বিশ্বাস থেকে মামলার বাদি আতিক বাবুর সঙ্গে যোগাযোগ করেন। পরে চাকরির পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দেন। কিন্তু এক বছর পার হয়ে গেলেও চাকরি না পেয়ে টাকা ফেরত চান প্রদীপ কুমার কিন্তু টাকা না দিয়ে উলটো বাদি প্রদীপ মোদককে হুমকি দেয় আসামি আতিকুর রহমান আতিক বাবু। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে প্রদীপ কুমার মামলা দায়ের করেন।
আদালতের অপর একটি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু একাধিক মামলা বিচারাধীন রয়েছে।