বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ খুব একটা আসে না। একমাত্র সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া আর কোনো ক্রিকেটার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে নিয়মিত নন। তবে মাঝে মাঝে অন্যরা যে সুযোগ পান খেলার নানা জটিলতায় তাদেরও যাওয়া হয় না।
আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগের দশম আসর। যেখানে দল পেয়েছেন লিটন কুমার দাস,পেসার নাহিদ রানা ও লেগস্পিনার রিশাদ হোসেন। ঐ মাসে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের পিএসএলে খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। তবে গতকাল বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান ক্রিকেটারদের কেউই এখনও এনওসি’র জন্য আবেদন করেননি। তবে তাদের পিএসএলে খেলতে যাওয়ার সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় তাদের সুযোগ আছে, তাদের সুযোগ দেওয়া দেশের ক্রিকেটের জন্য লাভ হবে। আফগানিস্তানের ক্রিকেটাররা কিন্তু বাইরে খেলে। এরকম সুযোগ পেলে একজন খেলোয়াড় হিসেবে আপনার উন্নতি হবে। অভিজ্ঞতা বাড়বে, এই জিনিসটা খুব বেশি দরকার। নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটা বড় প্লেয়ার।’
বিসিবির ছাড়পত্র পেলে আসন্ন পিএসএলে নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে। লিটন দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।