চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর হচ্ছে হাইব্রিড মডেলে। যেখানে ভারত নিজেদের ম্যাচগুলো খেলতে দুবাইয়ে। আর বাকি দলগুলো ম্যাচ আয়োজিত হবে পাকিস্তানে। তবে এমন হাইব্রিড মডেল বিপাকে ফেলে দিয়েছে গ্রুপ ‘বি’ এর সেমিফাইনালে উঠতে যাওয়া দুই দলকে।
গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’ থেকে অস্ট্রেলিয়ার সঙ্গী হওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি না হওয়ায় এখনও নিশ্চিত নয় কোন দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর এটাও নিশ্চিত নয় গ্রুপ ‘বি’ থেকে কোন দল ভারতের বিপক্ষে খেলবে সেমিফাইনালে। ৪ মার্চ প্রথম সেমিফাইনালে গ্রুপ ভারতের বিপক্ষে খেলবে গ্রুপ ‘বি’ থেকে সেমিতে ওঠা দুই দলের যে কোনো এক দল। এ ম্যাচটি হবে দুবাইয়ে।
যেহেতু সেমিফাইনালের আগে খুব একটা সময় পাবে না কোনো দলই। তাই আগেভাগেই দুবাইয়ে যাবে গ্রুপ ‘বি’ থেকে সেমিতে ওঠা দুই দল। অস্ট্রেলিয়া ইতোমধ্যেই রওনা দিয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। যেহেতু অন্য গ্রুপে ভারত বা নিউজিল্যান্ড কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তা এখনও নিশ্চিত নয় তাই সেমির আগে প্রস্তুতির জন্য দুই দলকেই যেতে হবে দুবাইয়ে। সেখান থেকে দ্বিতীয় সেমিফাইনাল যারা খেলবে তারা ফিরে আসরে পাকিস্তানে।
গ্রুপ ‘বি’ এর দুই দলকে এত ঝামেলা পোহাতে হচ্ছে ভারতের জন্য। এবারের আসরের মূল আয়োজক পাকিস্তান হলেও ভারত দল পাকিস্তানে যেতে চায়নি। যে কারণে ভারতের ম্যাচ গুলো আয়োজিত হবে দুবাইয়ে। ফাইনাল কোথায় হবে সেটাও নিশ্চিত নয়। যদি ভারত জেতে তাহলে ফাইনাল হবে দুবাইয়ে। আর ভারত হারলে তাহলে ফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।