ডিপিএলে প্রথম ম্যাচে মুখোমুখি হবে হান্নান-রাজিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-01 16:07:58

আগামী ৩ মার্চ মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এদিকে একই সময়ে আবার দেশে রোজা শুরু হওয়ায় সেই বিষয়কে মাথায় রেখে গতকাল শুক্রবার প্রথম পাঁচ রাউন্ডের সূচী প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন(সিসিডিএম)। সেখানে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও অগ্রণী ব্যাংক।

ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে পদ ছাড়েন হান্নান সরকার। বিসিবি ছেড়ে কোচ হিসেবে দায়িত্ব নেন আবাহনী লিমিটেডের। অন্যদিকে অগ্রণী ব্যাংকের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন হান্নানের বন্ধু রাজিন সালেহ। মাঠের বাইরে বন্ধুত্ব থাকলেও মাঠে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। তাইতো মাঠে নামার আগে একজন অন্যজনকে শুভকামনা জানালেও জয় তোলার কথা বলতে ভুলেন নি উভয়েই।

কোচিংয়ে হান্নানকে স্বাগত জানিয়ে রাজিন সালেহ বলেন, ‘আমার বন্ধুর সঙ্গে খেলা, আমি আসলে ইতিবাচকতা দেখতেছি। মাঠের ভেতরে তো কম্পিটিশন করবে ক্রিকেটাররা, প্ল্যান অবশ্য বাইরে থেকে আমরা দেব। আমার বন্ধুর সঙ্গে কোনো প্রতিযোগিতা নেই। সে তার কোচিং করাবে, আমি আমার কোচিং করাব। আমার চিন্তা ভাবনায় আমি যাব, সে তার প্রসেসে যাবে। আমার বন্ধুর জন্য সবসময় শুভকামনা।’

আর কোচ হিসেবে প্রথম ম্যাচকে সামনে রেখে লক্ষ্যটা জয়ের উপরে থাকবে জানিয়ে হান্নান বলেন,‘ আমার লক্ষ্য একটাই, দলকে জেতানো। তার জন্য যে প্রসেসে কাজ করা দরকার সেটাই করতেছি। আর বিপক্ষ দলের দুর্বল বা শক্তিশালী যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছি। পুরো কাজ করে আমরা মাঠে নামব। আর আমার বন্ধু রাজিনের জন্য শুভকামনা থাকবে। কিন্তু অগ্রণী ব্যাংকের জন্য সেটি থাকবে না, দিনশেষে আমার ম্যাচ জেতাটা জরুরি।’

এ সম্পর্কিত আরও খবর