বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সাকিব!

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-01 11:54:52

চলতি বছরে দেশের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। আর রাজনৈতিক কারণে দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। ক্রিকেটে ফেরাটাও অনিশ্চিত তার। জাতীয় দলের জার্সিতে এই দুই তারকাকে আর দেখা না গেলেও এবার এশিয়ান লিজেন্ডস লিগে মাঠে নামতে দেখা যেতে পারে সাকিব-তামিমদের।

আগামী ১০ মার্চ থেকে ভারতে শুরু হতে যাওয়া পাঁচ দলের এ প্রতিযোগিতায় এশিয়ান স্টারের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আর বাংলাদেশে টাইগার্সের হয়ে মাঠে নামবেন ওপেনার তামিম ইকবাল। যেখানে প্রথম ম্যাচে আফগানিস্তান পাঠান্সের মুখোমুখি হবে এশিয়ান টাইগার্স। আর ১২ মার্চ বাংলাদেশ টাইগার্সে বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

সাকিবের পাশাপাশি এশিয়ান টাইগার্সে হয়ে মাঠে নামবেন বাংলাদেশ দলের সাবেক অলরাউন্ডার তারকা অলোক কাপালি। দলের অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন দিলশান মুনাওয়ীরা, কেদার যাদব, সোরভ তিওয়ারি, এবং সিক্কুগে প্রসন্ন। আর বাংলাদেশ টাইগার্সে তামিমের পাশাপাশি আছেন মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরান, এবং নাঈম ইসলাম।

১৮ মার্চের ফাইনাল দিয়ে রাজস্থানের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা নামবে এশিয়ার লিজেন্ড লিগের। আসরের প্রতিটা ম্যাচ রাজস্থানের এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে এই নতুন প্রতিযোগিতা। ভারতের জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মা প্রস্তাবিত এই আসর খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে। যেখানে এশিয়ার সাবেক তারকা খেলোয়াড়রা অংশ নিবেন

এ সম্পর্কিত আরও খবর