২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার বিধিবাম! গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের কাছে ৫ উইকেটে হেরে আসর থেকে বিদায় নিয়েছে টাইগাররা। এই ম্যাচে সেঞ্চুরি হাকিয়ে রেকর্ড গড়েছেন কিউই ব্যাটার রাচিন রবিন্দ্র। এদিন গড়লেন তিন রেকর্ড!
পেছনে ফেললেন ক্রিকেট বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় শচীন টেন্ডুলকারকে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ১১২ রানের ইনিংস খেলে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। আর ২০২৩ সালে বিশ্বকাপে পেয়েছিলেন ৩টি সেঞ্চুরি। তাতে ২৫ বছর বয়সে আইসিসির বৈশ্বিক আসরে ৪টি সেঞ্চুরি করায় কয়েকটি রেকর্ড গড়েছেন তিনি।
রাচিনের আগে এতোদিন ২৫ বছর বয়সে সর্বোচ্চ সেঞ্চুরির করার কীর্তি ছিল ভারতের কিংবদন্তি ব্যাটার শচিনের। তবে এবার সেই রেকর্ডকে টপকে গেলেন রাচিন। পাশাপাশি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার কীর্তিও যুক্ত হয়েছে তার নামের পাশে।
রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন স্বদেশের ক্রিকেটারদেরও। কিউইদের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন সবচেয়ে কমবয়সী সেঞ্চুরি করার ক্ষেত্রে কেইন উইলিয়ামসনকে পেছনে ফেলেছেন। ২৬ বছর ২৯৮ দিনে প্রথম সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। আর রাচিন করেছেন ২৫ বছর ৯৮ দিনে।
এছাড়াও দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তিনি। আর দ্রুততম ১০০০ রান করার ক্ষেত্রেও ৪র্থ অবস্থানে আছেন তিনি। তবে নিউজিল্যান্ডের হয়ে রেকর্ড গড়লেও বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে আরও ১২ জনের। যেখানে আবার ভারতীয়দের আধিপত্য বেশি। আট সেঞ্চুরি নিয়ে সবার ওপরে আছেন ভারতের রোহিত শর্মা। আট সেঞ্চুরির পাঁচটিই রোহিত করেন ২০১৯ বিশ্বকাপে। যা এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড।