চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালের লড়াই এখন উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে। ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ‘এ’ গ্রুপের আরেকটি সেমি-ফাইনালের জায়গা এখনো ফাঁকা এবং এই স্থান পাওয়ার লড়াইয়ে টিকে আছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও পাকিস্তান।
নিউজিল্যান্ডের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাওয়ালপিন্ডিতে তারা যদি বাংলাদেশকে হারাতে পারে, তাহলে সরাসরি সেমিফাইনালে চলে যাবে। অন্যদিকে দুই ম্যাচে টানা হারের পর পাকিস্তানের অবস্থা নাজুক। তবে তাদের এখনো কাগজে-কলমে সুযোগ আছে, তবে এর জন্য নির্ভর করতে হবে বাংলাদেশের ওপর।
পাকিস্তান যদি সেমিফাইনালে যেতে চায়, তাহলে প্রথমে নিউজিল্যান্ডকে হারাতে হবে বাংলাদেশের। এরপর বাংলাদেশকে হারালে পাকিস্তানের ২ পয়েন্ট হবে, নিউজিল্যান্ডেরও থাকবে ২ পয়েন্ট। তখন সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হবে নেট রানরেটের ভিত্তিতে।
আর বাংলাদেশের সামনে বড় সুযোগ আজ সোমবারের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে নিজেদের সেমিফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখা। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ ইতিমধ্যেই একবার পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল। ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও হবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনালে কারা যাবে, সেটা নির্ধারিত হবে আগামী কয়েকদিনের পারফরম্যান্সের ওপর। আজকের বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ এবং ২৭ ফেব্রুয়ারির বাংলাদেশ-পাকিস্তান ম্যাচেই ফয়সালা হবে কে টিকে থাকবে এবং কে বিদায় নেবে।
‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
ভারত ২ ২ ০ ৪ +০.৬৪৭
নিউজিল্যান্ড ১ ১ ০ ২ +১.২০
বাংলাদেশ ১ ০ ১ ০ -০.৪০৮
পাকিস্তান ২ ০ ২ ০ -১.০৮৭