শচীনের রেকর্ড ভাঙলেন রোহিত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-23 21:22:54

পাকিস্তানের বিপক্ষে আজ মাত্র ২০ রান করেছেন রোহিত শর্মা। শাহিন শাহ আফ্রিদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ভারতের অধিনায়ক। তবে তাতে কি! রেকর্ড করা থেকে থামানো যায়নি রোহিতকে। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ওপেনার হিসেবে ৯০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রোহিত।

রোহিত এ রেকর্ড গড়তে পিছনে ফেলেছেন তার সাবেক সতীর্থ কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এতদিন এ রেকর্ডটি ছিল টেন্ডুলকারের দখলে। ওপেনার হিসেবে ১৯৭ ম্যাচে ৯০০০ রান করেছিলেন শচীন। রোহিত ৯০০০ রান করেছেন শচীনের থেকে ১৬ ইনিংস কম খেলে। রেকর্ডটি গড়তে মাত্র ১ রান দূরে ছিলেন রোহিত।

এছাড়া বিশ্ব ক্রিকেটে ষষ্ঠ ওপেনার হিসেবে ৯০০০ হাজার রান করেছেন রোহিত। তার আগে আছেন শচীন টেনডুালকার(১৫৩১০), সনাথ জয়সুরিয়া (১২৭৪০),ক্রিস গেইল (১০১৭৯),অ্যাডাম গিলক্রিস্ট (৯২০০) এবং সৌরভ গাঙ্গুলি (৯১৪৬)।

এ সম্পর্কিত আরও খবর