কোহলির ব্যাটে জয়ের পথে এগোচ্ছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-23 20:43:24

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটা ছিল বাঁচা-মরার লড়াই। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এবারের আসরের আয়োজক দলটি। এমন জটিল সমীকরণকে সামনে রেখে খেলতে নেমে পাকিস্তান প্রথম ইনিংসে করেছে মাত্র ২৪১ রান।

২৪২ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের পাত্তাই দিচ্ছেন না ভারতীয় ব্যাটাররা। দলীয় ৩১ রানের মাথায় শাহীন আফ্রিদির বলে ২০ রান করে রোহিত ফিরে গেলেও এরপর আর উইকেটের দেখা পায়নি দলটির বোলাররা। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর, এ ম্যাচেও রান পেয়েছেন ওপেনার শুভমান গিল। ৫২ বলে করেছেন ৪৬ রান। রান খরায় ভোগা বিরাট কোহলিও এদিন রানে ফিরেছেন। অপরাজিত আছেন ৩১ রানে।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরেও মাত্র ২৪১ রানে অলআউট হয় পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচ জয়ের বিকল্প নেই মোহাম্মদ রিজওয়ানের দলের।

এ রিপোর্ট লেখার সময় ১৭.৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান।

এ সম্পর্কিত আরও খবর