পাকিস্তান দলটাকে বলা হয় ক্রিকেটে সবথেকে আনপ্রেডিক্টেবল দল। তার প্রমাণ আবারও মিললো আজ ভারত-পাকিস্তান ম্যাচেও। ১৫০ রানেও পাকিস্তানের ছিল মাত্র ২ উইকেট। সেই পাকিস্তান অলআউট হয়েছে ৪৯.৪ ওভারে মাত্র ২৪১ রানে।
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের সব ম্যাচ আয়োজনের কথা ছিল পাকিস্তানের । তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত। তাই ভারত পাকিস্তানের আজকের ম্যাচকে পাকিস্তানের জবাব হিসেবে দেখছে পাকিস্তানের ভক্ত সমর্থকেরা। তবে সে কাজে অনেকটাই পিছিয়ে গেল পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ের ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতকে মাত্র ২৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল পাকিস্তান। তবে সে ভালো শুরুকে লম্বা হতে দেননি হার্দিক পান্ডেয়া। নবম ওভার বল করতে এসে দলীয় ৪১ রানের মাথায় বাবর আজমের উইকেট তুলে নেন এই পেস অলরাউন্ডার। বাবর ফিরে যান ২৬ বলে ২৩ রান করে। আগের ম্যাচে চোট পাওয়া ফখর জামানের বদলি হয়ে নামা ইমাম-উল-হককে ফিরতে হয়েছে অক্ষর প্যাটেলের ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে। ইমামের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। পাওয়ারপ্লেতে ৫২ রান তুলতেই ২ উইকেট হারায় পাকিস্তান। এরপর দলের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। দুজনে মিলে গড়েন ১০৪ রানের জুটি। তাদের জুটি ভাঙে দলীয় ১৫১ রানের মাথায় রিজওয়ান আউট হয়ে ফিরে গেলে। তার ব্যাট থেকে আসে ৪৬ রান।
রিজওয়ানের বিদায়ের পর আর বড় কোনো জুটি গড়তে পারেনি পাকিস্তানি ব্যাটাররা। পরের ওভারে শাকিলও ফিরে যান ৬২ রান করে। এরপর নিয়মিত বিরতি উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষে খুশদিল শাহ এর ৩৮ রানে ভর করে ১০ উইকেট হারিয়ে ২৪১ রান করতে সক্ষম হয় রিজওয়ানের দল।
বল হাতে এ ম্যাচে আলো ছড়িয়েছেন কুলদ্বীপ যাদব। নিয়েছেন ৩ উইকেট। এছাড়া হার্দিক নিয়েছেন ২ টি উইকেট।