চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে টস হেরেছে ভারত-এতটুক পর্যন্ত ঠিক ছিল। তবে সেই হার দিয়ে রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল। পাকিস্তানের সঙ্গে হারের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে ১২ বার টস হারার বিরল রেকর্ড যোগ হয়েছে রোহিতের নামের সঙ্গে।
দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার মোহাম্মদ রিজওয়ান টস ছুড়ে মারলে রোহিত শর্মা হেড নির্বাচন করলেন। তবে টস মাটিতে পড়তেই দেখা গেল টেল, জিতেন মোহাম্মদ রিজওয়ান। টস জিতেই আগে ব্যাট বেছে নিলেন তিনি। আর এ হারের মধ্য দিয়ে ওয়ানডেতে নেদারল্যান্ডসকে টপকে শীর্ষ টস হারার রেকর্ড গড়ল ভারত।
এর আগে ওয়ানডেতে টানা ১১টি ম্যাচে টস হারার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১১ সালের মার্চ থেকে ২০২৩ সালে অগাস্ট পর্যন্ত টানা ১১টি ম্যাচে টসে হেরেছিল তারা। ভারতের টস হার শুরু হয়েছে ২০২৩ সালে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে টস হেরেছিল ভারত। টসে হারার মতো শিরোপাও হারিয়েছিল রোহিতরা, ফলে ট্রফি জিতেছিল অস্ট্রেলিয়া। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচেই টসে হেরেছিল ভারত।
গেল বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ানডেও টস হেরেছিল ভারত। আর চলতি বছরে ঘরের মাঠে ইংল্যান্ড বিপক্ষে সিরিজের সব ম্যাচে টস হেরেছিল ভারত। আর সেই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে টসে হারার পর দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের কাছেও টস হারল তারা। তাতে সব মিলিয়ে টানা ১২টি ম্যাচে টসে হেরে অন্যরকম রেকর্ড গড়লেন তারা।