পাকিস্তানের ভালো শুরুর পর ম্যাচে ফিরল ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-23 16:30:24

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক ছিল পাকিস্তান। সব ম্যাচ আয়োজনের কথা পাকিস্তানেই ছিল । তবে বাধা হয়ে দাঁড়ায় ভারত। তাই ভারত পাকিস্তানের আজকের ম্যাচকে পাকিস্তানের জবাব হিসেবে দেখছে পাকিস্তানের ভক্ত সমর্থকেরা।

জবাব দেওয়ার ম্যাচে টস ভাগ্য ছিল পাকিস্তানের পক্ষেই। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই পেয়েছিল মোহাম্মাদ রিজওয়ানের দল। তবে সে ভালো শুরুকে লম্বা হতে দেননি হার্দিক পান্ডেয়া। নবম ওভার বল করতে এসে দলীয় ৪১ রানের মাথায় বাবর আজমের উইকেট তুলে নেন এই পেস অলরাউন্ডার।  বাবর ফিরে যান ২৬ বলে ২৩ রান করে। আগের ম্যাচে চোট পাওয়া ফখর জামানের বদলি হয়ে নামা ইমাম-উল-হককে ফিরতে হয়েছে অক্ষর প্যাটেলের ডিরেক্ট থ্রোতে রান আউট হয়ে। ইমামের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। পাওয়ারপ্লেতে ৫২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে পাকিস্তান।

এর আগে ইনিংসের প্রথম ওভারে বল করতে এসে এক ওভারে ৫ ওয়াইড দেন মোহাম্মাদ শামি। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভারতীয় বোলারের করা দীর্ঘতম ওভার।

এ রিপোর্ট লেখার সময় ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ৬৩ রান। সৌদ শাকিল ৯ ও অধিনায়ক রিজওয়ান অপরাজিত আছেন ৮ রানে।

এ সম্পর্কিত আরও খবর