অবসর নিয়েই ফেলবেন রোহিত?

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-23 14:32:19

সেরা সময়টা তাহলে পেছনে ফেলে এসেছেন তিনি? বয়সও তো কম হয়নি, ৩৭ পেরিয়েছেন। জাতীয় দলে সোনালি সময় এখন অতীত রোহিত শর্মার। একসময় ওপেনিংয়ে নামা এই ব্যাটার ছিলেন দলের ভরসার আরেক নাম। যদিও বর্তমানে টেস্টে তার ভবিষ্যৎ নিয়ে অনেক কল্পনা-জল্পনা চলছে।

ফর্ম ফেরাতে ঘরোয়া আসরে ফিরলেও সাবেক তারকা ক্রিকেটাররা মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া উচিত রোহিতের। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকারও মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে রোহিতের ক্যারিয়ারের ইতি টানা উচিত।

২০২৭ সালে পরের আইসিসির মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। সেখানে রোহিত যদি নিজেকে ওই সংস্করণের খেলার উপযোগী খেলোয়াড় হিসেবে না দেখেন। তাহলে তার সামনে তেমন কিছু নেই। ভারতের হিটম্যান খ্যাত এই ব্যাটার গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। তারপর থেকে থেকে বিশেষ কোনো ভালো ফর্মেও ছিলেন না তিনি।

মাঞ্জেরেকার মনে করেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর রোহিত একটি বড় (বিদায়ের) ঘোষণা দিতে পারেন। ইএসপিএন ক্রিকইনফোতে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিত শর্মা কি ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে থাকতে পারবেন? আমি মনে করি সে থাকবেনা। আপনারা যেটা বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিই হতে পারে তার শেষ টুর্নামেন্ট। আর এখানে আমি আশা করছি রোহিত শর্মা মাঠে নামবেন এবং তাকে আসলে মুক্ত হতে হবে। শুধু এই কারণে নয় যে এটি তার শেষ ম্যাচ বা অন্যকিছু , বরং এই কারণে যে তার কাছ থেকে আরও অনেক মানসম্পন্ন ব্যাটিং আসবে।’

একসময় ওয়ানডে ফরম্যাটে সেরা ফর্মে ছিলেন রোহিত। উদাহরণ হিসেবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা বলা যায়। এ নিয়ে মাঞ্জেরেকার বলেন, ‘২০২৩ বিশ্বকাপে রোহিত শর্মার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। কারণ তারা দেখেছে যে অধিনায়ক নিজে স্বার্থহীন, মাঠে গিয়ে (তিনি) সেঞ্চুরি করতে পারতেন, কিন্তু (তার পরিবর্তে) দলকে দুর্দান্ত একটি শুরু দিয়েছেন এবং তার পরবর্তী খেলোয়াড়দের জন্য পরিস্থিতি সহজ করে দিয়েছেন।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার পারফরম্যান্স ক্রিকেটে রোহিতের শেষটা কেমন হয় সেটিই জানিয়ে দেবে!

এ সম্পর্কিত আরও খবর