ক্রিকেটাঙ্গনে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ভারত-পাকিস্তানের ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ভারতের এই ম্যাচ দেখতে অপেক্ষায় আছেন ক্রিকেট প্রেমীরা। কারণ ক্রিকেটের টপ মোস্ট ফেভারিট এই দুই দলকে আইসিসির কোনো টুর্নামেন্ট ব্যতীত সচরাচর মাঠে কম দেখা যায়। আর এই ম্যাচে সতর্ক অবস্থানে আছে গত আসরে পাকিস্তানের কাছে হারা ভারত।
চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে শিরোপা জয়ের খুব কাছ থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। তাই এবার কোনো ভুল করতে চান না গৌতম গম্ভীরের শিষ্যরা। এ ম্যাচে দলকে নিয়ে বাংলাদেশকে হারানো ব্যাটার শুভমান গিল বলেন,‘ এই ম্যাচ নিয়ে আমরা অবশ্যই ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। এই উইকেটে ৩০০-৩২৫ খুব ভালো স্কোর হবে। মাঝের ওভারে যে দল ভালো ব্যাটিং করবে, তারা জেতার আরও ভালো সুযোগ পাবে। শিশির না থাকলে টস কোনো ব্যাপার হবে না। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের ওপরই চাপটা বেশি থাকবে ‘
এ সময় তিনি আরো বলেন,‘ভারত-পাকিস্তান নিঃসন্দেহে একটি বড় ম্যাচ, তবে ফাইনাল সব সময়ই যেকোনো টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ। আমি জানি না এটা ওভারহাইপড নাকি আন্ডারহাইপড। তবে এই দ্বৈরথের অনেক ইতিহাস আছে এবং লাখ লাখ মানুষ এই ম্যাচটি দেখতে ভালোবাসে। তাই ম্যাচটি ওভারহাইপড নাকি আন্ডারহাইপড আমি সেটি বলার কেউ নই। আমরা এটা নিয়ে আশাবাদী।’
আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।